আমাদের কথা খুঁজে নিন

   

ডিস্ক পার্টিশনিং : ভাঙ্গা গড়ার খেলা (2)

প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্লগ

(লেখাটি প্রাগৈতিহাসিক যুগে সি-নিউজ নামের একটি পত্রিকায় ছাপা হয়েছিল। আজকাল আর এই পদ্ধতিতে কেউ ডিস্ক পার্টিশনিং করে না। তবু কিছু বেসিক জিনিস আলোচনা করা হয়েছে এতে। কারো কারো কাজে লাগতে পারে ভেবে প্রকাশ করছি এখানে। ) [গাঢ়]উইন্ডোজের এফডিস্ক (fdisk)[/গাঢ়] উইন্ডোজের প্রতিটি ভার্সনের সাথে একটি করে fdisk প্রোগ্রাম থাকে।

উইন্ডোজের ভার্সন এর সাথে এই প্রোগ্রামটির ধরনও বদলে যেতে পারে। আমি যদিও এখানে উইন্ডোজ 98 - সেকেন্ড এডিশনের এফডিস্কের বর্ণনা করবো, তথাপি শুধু মাত্র ফ্যাট আর ফ্যাট থার্টিটুর অপশনটি ব্যতীত বাকি সবই পুরোনো যেকোন এফডিস্কের মতো একই রকম। এটির উইন্ডোজের ফোল্ডারে অবস্থিত কমান্ড ফোল্ডারের ভিতরে পাওয়া যাবে (c:\windows\command\fdisk.exe)। যদি বুটেবল ফ্লপি কিংবা সিডি থাকে তাহলে তাতেও এই প্রোগ্রামটি পাওয়া যাবে। সুতরাং আপনি কমান্ড প্রম্পটে, এমএস ডসে রিস্টার্ট করে কিংবা ফ্লপি বা সিডি থেকে বুট করে কমান্ড লাইনে fdisk লিখে এন্টার দিন।

যেমন: [আন্ডার]C:\fdisk[/আন্ডার] । এতে করে আপনি এফডিস্ক প্রোগ্রামটি শুরু করতে পারবেন। [গাঢ়]শুরুর স্ক্রিন[/গাঢ়] যদি আপনার হার্ডডিস্কটি 512 মেগাবাইটের চেয়ে বড় হয় এবং আপনি fdisk এর এমন একটি ভার্সন ব্যবহার করে থাকেন যেটি ফ্যাট থার্টিটু সাপের্াট করে থাকে থাহলে আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন। যেমনটি আগে বল্লাম - যদি আপনি উইন্ডোজের নতুন ভার্সন গুলোর (উইন্ডোজ 95 - সেকেন্ড রিলিজের পরবতর্ী যেকোন ভার্সন) একটি ব্যবহার করতে চান যেটি ফ্যাট থার্টিটু ব্যবহার করতে পারে তাহলে কি বোর্ডে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.