আমাদের কথা খুঁজে নিন

   

মার্বেল দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ব্যালট পেপার নয়, গাম্বিয়ার অধিবাসীরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন মার্বেল দিয়ে। ভোটাররা নির্বাচন বুথে ঢোকার আগে তাদের ধরিয়ে দেওয়া হয় একটা করে স্বচ্ছ কাচের মার্বেল। বুথে যতোজন প্রেসিডেন্ট প্রাথর্ী থাকেন প্রত্যেকের জন্য পৃথক পৃথক রঙের ড্রাম থাকে। ভোটার পছন্দের প্রাথর্ীর ড্রামে সরু একটা নলের মধ্য দিয়ে মার্বেল ফেলে দেন।

ব্যাস, ভোট হয়ে গেলো। কোনো ভোটার যাতে একাধিক মার্বেল ফেলতে না পারেন তার জন্য সতর্ক ব্যবস্থাও রয়েছে। প্রত্যেকটি ড্রামে একটা করে ঘণ্টা সেট করা আছে। মার্বেল গিয়ে ঘণ্টায় আঘাত করে আর নির্বাচন কর্মকর্তারা বাইসাইকেলের বেলের মতো টুং করে শব্দ শুনতে পান। অধিক শব্দ হলেই একাধিক মার্বেল ফেলা অর্থাৎ জাল ভোট দেওয়ার ব্যাটারটি ধরা পড়ে যায়।

বুথের কাছে তাই বাইসাইকেল আনা নিষিদ্ধ। আফ্রিকার ক্ষুদ্র দেশ গাম্বিয়ায় শিক্ষার হার খুবই কম বলে 1965 সাল থেকে এই অদ্ভুত ভোটগ্রহণ পদ্ধতি চালু রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.