আমাদের কথা খুঁজে নিন

   

এ লাইট হ্যাস গন আউট অফ আস- 2

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

অষ্টাদশ শতাব্দীতে ইতালিতে ইরেডেন্টিস্ট মতবাদের ভিত্তিতে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সিরিয়া লেবানন ও ইসরাইল সহ আরো কিছু অঞ্চলকে নিয়ে গ্রেটার সিরিয়ান লিভ্যান্ট গড়ে তোলার চেষ্টা হয়েছিলো। আমাদের এই দক্ষিন এশিয়ায় 71 পূর্ববতী পাকিস্তান ছিলো সে ধরনেরই একটি রাষ্ট্র। মূলত পাকিস্তান রাষ্ট্রটি একটি পশ্চাৎপদ ও উদ্ভট ডকট্রিন এর ভিত্তিতে গড়ে উঠেছিলো। এটি ছিলো মূলত একটি এনাগ্রাম স্টেট বা শাব্দিক রাষ্ট্র। এর মুসলিম লীগের নেতারা রাজনৈতিক ভ্রান্তির ফলে সৃষ্ট পাকিস্তানে কায়েম করেছিলো বৈষম্যমূলক নীতি, শোষন ও নির্যাতন।

বাঙ্গালীর নেতা শেখ মুজিব ধীরে ধীরে এই শোষন ও নির্যাতনের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুললেন। নিজের জীবনের সোনালী সময়গুলো কারাগারের অন্ধকার প্রকোষ্টে কাটালেন তিনি বাঙ্গালীর অধিকার আদায়ের জন্য। যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীত্বকে ছুড়ে ফেলে ঝাপিয়ে পড়লেন স্বাধীনতার সংগ্রামে। নিষ্ঠুর অধ্যবসায়, জেল জুলুম, নির্যাতন, মৃত্যুর হুমকি, খুড়ে রাখা কবরের প্রান্তে দাড়িয়েও তিনি গেয়েছেন বাঙ্গালী ও বাংলার জয়গান। বলেছেন আমাদের স্বাধীনতার কথা।

রচনা করেছেন স্বাধীনতা নামক অমর কাব্য। তার এই সাধনাই ঘাতক চক্রকে উদ্ভ্রান্ত করে তুলেছিলো। ষড়যন্ত্র আর চক্রান্ত রুখে বঙ্গবন্ধু তার বাংলাকে স্বাধীন করতে পারলেও স্বাধীন বাংলার দুর্বল অর্থনেতিক ভিত্তি আর পাকিস্তানী ধারায় গড়ে উঠা সেনাকর্মকর্তাদের যোগসাজশে ঘাতকরা আরো বেশি কর্মতৎপর হয়ে উঠল। হাজার বছরের নিকৃষ্টতায় পূর্ণ হত্যাকান্ডে তারা কেড়ে নিলো বাংলার প্রতিচ্ছবিকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।