আমাদের কথা খুঁজে নিন

   

অসুস্থ সময়

আমি যে পথে হেটেছিলাম সে পথে কোন পদচিহ্ণ ছিল না, ফিরতি পথে জনারণ্যে আমার পদচিহ্নের অস্তিত্ব খোজার সাহস করিনি অনুভুতি আজকাল ভোঁতা হয়ে গেছে আবেগগুলো মুখ থুবরে পড়ে আছে কল্পনাতো কবেই চাপা পড়েছে এর মধ্যে বাস্তবতা মাথা উচিয়ে দাঁড়ায়। আজকাল আকাশ দেখলে আকাশের সৌন্দর্য চোখে পড়ার আগে কালো কালো মেঘগুলো নজরে আসে। আজকাল চাঁদ দেখলে জোসনার পসর পোহানোর আগে মাটিতে দাড়িয়ে চাঁদের কলঙ্ক খুজি। আজকাল হাতে ফুল পেলে ফুলের সৌরভ নেবার আগে ফুলের ভিতরের পোঁকা নিয়ে চিন্তিত হই। এরকম অজস্র উপমা এখন হাতে আমার লিখতে গেলে শুধু শুধু শব্দ ভান্ডার বাড়বে কবিতার। তাই শব্দের অপচয় না করে শব্দের ক্ষেত্রে মিতব্যয়ী হয়ে স্পষ্টভাষী কবির মত লিখে যাই কবিতা “আমরা এই নশ্বর পৃথিবীতে বেঁচে আছি কিছু মনহীন প্রাণি যাদের বিবেকও আজ ভোঁতা।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।