আমাদের কথা খুঁজে নিন

   

পায়ের নিচে ফোরেন্স



বিশ্বকাপ নয়, স্রেফ গা গরমের ম্যাচ। এ কারণেই কি ব্রাজিলের তারকা ফুটবলার গ্যারিঞ্চার দেয়া গোলটি জাতে উঠলো না? 1958 সাল। সুইডেনে বিশ্বকাপ খেলতে যাবার আগেই ব্রাজিলের জাতীয় দল ইতালির ফোরেন্স নগরী কাঁপালো। ফিওরেন্তিনার ডেঞ্জার জোনে ঢুকলেন গ্যারিঞ্চা। একে একে তিন ডিফেন্ডার কাবু।

সামনে এগিয়ে আসায় গোলকীপারও ধরা খেলেন। কিন্তু শ্যুট নিতে গিয়ে গ্যারিঞ্চা দেখলেন ঠিক গোল লাইনের উপর দাঁড়িয়ে রয়েছেন আরেক জন ডিফেন্ডার। শরীরের মুভমেন্ট দেখে সবাই ধরে নিল, গ্যারিঞ্চা কষে শট নিচ্ছেন। কিন্তু তিনি বলে টোকা মেরে সামান্য ডানে তা গড়িয়ে নিলেন। ততক্ষণে গোলকীপার পোস্টের নিচে এসে হাজির।

ডানে-বামে প্রতিরোধ। গ্যারিঞ্চা মাটি কামড়ানো শটে বলটি গোলীর দু পায়ের ফাঁক দিয়ে জালে জড়ালেন। বলটা বগলদাবা করে তিনি সেন্টারের দিকে হাঁটছেন। নত মুখ। কিন্তু তার রাজসিক হাঁটার ধরন যেন বলছে : 'এই মাত্র যে গোলটি দিলাম তার জন্য আমাকে ক্ষমা করবেন।

না করে উপায় কী? পুরো ফোরেন্স নগরী তো এখন আমার পায়ের নিচে'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।