আমাদের কথা খুঁজে নিন

   

বিপজ্জনক প্রিয়াংকা

বক্স অফিসের লড়াইয়ে সালমান কিংবা শাহরুখ খানের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও, অনলাইন খ্যাতির দিক থেকে যে প্রিয়াংকা চোপড়া কম যান না কারও থেকে। তারই এক ব্যতিক্রমী প্রমাণ মিলল সফট্ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফির জরিপে।
জরিপ অনুযায়ী প্রিয়াংকা হলেন ভারতীয় সাইবারস্পেসের সবচেয়ে ‘বিপজ্জনক’ তারকা, যার নাম ব্যবহার করে চলতি বছরে ইন্টারনেটে সবচেয়ে বেশি সক্রিয় সাইবার অপরাধীরা।

বিষয়টি নিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে ম্যাকাফির পক্ষ থেকে বলা হয়, “ভারতে বলিউডি তারকারা প্রায় দেবতুল্য সম্মান পান জনসাধারণের কাছ থেকে। এই সুযোগে সাইবার অপরাধীরাও তাদের নাম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রলুব্ধ করে ম্যালওয়ার এবং ভাইরাসে ভরা সাইটে ঢোকার জন্য।


ম্যাকাফির তথ্য অনুযায়ী, প্রিয় তারকাদের ওয়ালপেপার, ভিডিও এমনকি বিবসনা ছবি খুঁজতে গিয়ে অনেক সময় এ রকম বিপজ্জনক সাইটে ঢুকে পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা। প্রিয়াংকার নামে এই মুহূর্তে অনলাইনে এ রকম ওয়েবসাইটের সংখ্যা ৭৯; যা ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ। নিজের নামে ৭৫টি বিপজ্জনক সাইট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ। ওদিকে, সালমানের নামে এ রকম সাইট আছে ৬৮টি, যা তালিকার তিন নম্বরে। সেরা পাঁচে আরও আছে কারিনা কাপুর এবং অক্ষয় কুমারের নাম।


গতবছর ওই জরিপে সবচেয়ে ‘বিপজ্জনক’ তারকার খেতাব অর্জন করেছিলেন পর্নো তারকা থেকে বলিউডি অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনি। ২০১৩ সালে এসে সম্ভবত তার সেই জনপ্রিয়তায় চলছে ভাটার টান; আর তাই এবারের তালিকায় তার স্থান নয় নম্বরে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.