আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সর্ব বৃহৎ ১০টি শপিংমল দেখুনঃযমুনা ফিউচার পার্ক পৃথিবির তৃতীয় বৃহত্তমও না এমনকি এশিয়ার বৃহত্তম শপিংমলও না

যুক্তি,তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি

অনেক আগের কথা তখন কেবল যমুনা ফিউচার পার্কটি তৈরি হচ্ছে। তখনি তারা বলেছিল যে এটা হবে পৃথিবীর ৩য় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম শপিং মল। আসলে আমি এ লেখাটি লিখতে চাইনি। তখন নিজের কথা প্রকাশের কোন প্ল্যাটফর্ম ছিলনা তাই শুধু চেনা জানার মানুষের মধ্যেই আমার আলোচনা ছিল। এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি নিজের কথা বলার এছাড়াও মনের তাগিদ থেকে লিখলাম যেন আমরা যা শিখবো বা যতটুকু শিখবো সেটা সঠিক জানব।

তখন আমার মনে একটা খটকা লাগলো যে এত বড় শপিং মল বাংলাদেশের মতন গরিব দেশে তৈরি হবে কেন?ব্যবসায়ীরা নিশ্চয় লোকসান দিবেনা। কারন এরকম বড় শপিং মল তৈরি হবে আমেরিকা,ইউরোপ,চায়না,সিঙ্গাপুর,দুবাইয়ের মতন জায়গায় যেখানে এরকম শপিং মলে কেনার মতন বা যাওয়ার মতন অফুরন্ত মানুষ আছে। আর এসব দেশই তো উন্নত। হলে সেখানেই হবে। আমি খুজতে শুরু করলাম বিশ্বের বৃহৎ শপিং মলগুলো।

তার আগে বলে নিই বৃহৎ শপিং মল নির্বাচন করা হয় Gross Leasable Area(সম্পূর্ন জমির মধ্যে যতটুকু জায়গা মার্কেটের দোকান,এ্যামিউজমেন্ট পার্ক ইত্যাদির জন্য ব্যবহার করা হয়েছে)। সার্চ করে প্রথমেই উইকিতে যেয়ে বিরাট ধাক্কা খেতে হল। ওখানে যমুনা ফিউচার পার্কের অবস্থান অনেক নীচে শুধু তাই না। আরও মজার ব্যাপার হল বিশ্বের বৃহৎ শপিংমলগুলোর বেশিরভাগ এশিয়ায় অবস্থিত। তাহলে যমুনা ফিউচার পার্কে অবস্থান কত?১২তম।

আমি ভাবলাম আরো একটু সার্চ করে দেখি। কারন আসল সত্য উৎঘাটনের জন্য আরো জানা দরকার। আমি আরো কিছু সাইট ভিসিট করলাম এমনকি ফোর্বস এর ওয়েবসাইট ঘাটলাম কারন এরা এরকম খবর প্রকাশ করে যেমন বিশ্বে ধনী মানুষ,ক্ষমতাবান মানুষ ইত্যাদি কিন্তু সেখানেও যমুনা ফিউচার পার্ক শপিং মলের নাম ১০এর মধ্যেও দেখলাম না। আরো কিছু সাইট দেখলাম। বৃহৎ শপিং মলের নামের কম বেশি আছে কিন্তু কোথাও ১০এর ভিতর দেখলাম না।

এমনকি অনেক জায়গায় সেরা ২০ এর মধ্যেও নাই। এবার দেখা শুরু করলাম যে হয়তো টোটাল ল্যান্ড এরিয়ার ভিত্তিতে যমুনার নাম থাকতে পারে। কিন্তু উইকিপিডিয়াতে চেক করে দেখলাম নাহ তাও যমুনাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম বা এশিয়ার বৃহত্তম শপিং মলের মধ্যে রাখা যাচ্ছেনা। আমার প্রশ্ন হল তাহলে যমুনা গ্রুপ কিসের ভিত্তিতে দাবি করছে এবং ফলাও করে বলছে তারা বিশ্বের ৩য়বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম শপিং মল। এমন কি মিডিয়াও তাদের কথাই বলে যাচ্ছে।

একবারো চেক করে দেখেনি যে তাদের দাবি ঠিক কিনা। ব্লগাররা আমার সাথে সাথে আপনারাও দেখুন আমি ঠিক বলেছি কিনা। ভুল বলে থাকলে সেটির রেফারেন্স সহ প্রমাণ দিন। আমি এই লেখাটি সরিয়ে ফেলবো ব্লগ থেকে বা যমুনা ফিউচার পার্কের সাথে সংশ্লিষ্ট কেউ যদি এই লেখাটি দেখেন তাহলে বলুন প্রমাণ সহ যে কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে যমুনা ফিউচার পার্ক বিশ্বে ৩য় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম শপিং মল। আরেকটি তথ্য বলতে চাই।

উইকিপিডিয়াতে যমুনা ফিউচার পার্কের পাশে ব্রাকেটে লেখা আছে এটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল। আপনারা বিশেষ করে উকিপিডিয়ার লিস্ট টা ভালভাবে লক্ষ্য করুন। ওখানে এক একটা শপিং মল সম্বনদ্ধে ডিটেইল দেয়া আছে। যেমন শপিং মল এরিয়া,টোটাল এরিয়া,দোকানের সংখ্যা,নির্মাণের সাল,মন্তব্য ইত্যাদি। এবং সব লিস্টের শেষে কোথায় থেকে এসব তথ্য পাওয়া গেছে তার রেফারেন্স দেয়া আছে।

উইকিপিডিয়া অনুযায়ি পৃথিবীর ১০টি বৃহত্তম শপিং মল: উইকিপিডিয়া দেখুন ১) New South China Mall (চায়না) ২) Golden Resources Mall (চায়না) ৩) SM City North EDSA (ফিলিপাইন) ৪) Esfahan City Center (ইরান) ৫) 1 Utama (মালেশিয়া) ৬) Persian Gulf Complex (ইরান) ৭) Central World (থাইল্যান্ড) ৮) Mid Valley Megamall (মালেশিয়া) ও Cevahir Mall (তুরস্ক ) ৯) Sunway Pyramid (মালেশিয়া) ১০) SM Megamall (ফিলিপাইন) ফোর্বস ম্যাগাজিন অনুযায়ি পৃথিবীর ১০টি বৃহত্তম শপিং মল ফোর্বস এছাড়াও পৃথিবীর ২৫টি বৃহত্তম শপিং মল লিস্ট ২৫ দ্যা রিচেস্ট অনুযায়ি পৃথিবীর ১০টি বৃহত্তম শপিং মল The richest Touropia অনুযায়ি পৃথিবীর ১০টি বৃহত্তম শপিং মল touropia ডিটেইল অনুযায়ি পৃথিবীর ১০টি বৃহত্তম শপিং মল detail-online thelisticles অনুযায়ি পৃথিবীর ১০টি বৃহত্তম শপিং মল thelisticles ইয়াহু অনুযায়ি পৃথিবীর ১৫টি বৃহত্তম শপিং মল ইয়াহু mapsofworld অনুযায়ি পৃথিবীর ১০টি বৃহত্তম শপিং মল mapsofworld আরো প্রমাণসহ ভিডিওটি দেখুন এখানেই শুধু যমুনা ফিউচার পার্ক কে ৯ম এ পাওয়া গেছে। সত্যি বলতে এত বড় এবং আধুনিক একটা শপিং মল বাংলাদেশে তৈরি হয়েছে এতেই আমি খুব খুশি এবং গর্বিত কিন্তু তাই বলে পৃথিবী বা এশিয়ার মধ্যে এর অবস্থান নিয়ে এত মিথ্যাচার কেন। মানুষ কে বোকা বানানো কেন?সত্যিটা বলতে সমস্যা কোথায়? আমিই যে সঠিক এমন নাও হতে পারে। এখানে দেয়া আমার কোন তথ্য যদি ভুল থাকে তাহলে আমাকে তথ্য প্রমাণ সহ দিলে আমি অবশ্যই ঠিক করে নেব কারন আমারও জানার ভুল থাকতে পারে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.