আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচাও মানুষ বাঁচাও সুন্দরবন



প্রকৃতির কোলে জন্মেছে যে মানুষ সে কি করে ধ্বংস করে তা কি করে বাসযোগ্য পৃথিবীরে অশান্ত করে যান্ত্রিকতায় । কালো ধোয়া কার্বন ডাইঅক্সাইড আর অশান্ত শব্দে কি ভাবে হত্যাকাব্য রচনা করে প্রাণের জীবনের। কোন বিবেচনায় অবিবেচকের মতন করে প্রহসন আজও দেশ প্রেমিক সাজে ঘুরছে যারা পনের কোটি মানুষের হৃৎপিন্ডটা উপরে ফেলতে আজ পরম হঠকারীতায় যারা নিজের বিবেকে চলে না প্রভুদের ধার করা মারণাস্ব্র ধারন করে বিনাবাক্য ব্যয়ে মেনে নেয় অন্যায্য সব দাবী তারা কি অন্ধ বধির সবই? তাদের চোখে কি আজ কালো পর্দা? যা ভেদ করে সহজ স্বাভাবিক সত্যটি দৃশ্যমান হয় না। তাদের কর্ণকুহরে কি সীসা ঢেলেছে কেউ? তাদের বিবেকবুদ্ধি কি কোন কাজ করে না। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন বাংলাদেশের কোটি মানুষের রক্ষাকবচ যেটি টর্নেডো সাইক্লোনেও অবতার হয়ে ছায়া দেন যিনি জীববৈচিত্রে ঘেরা প্রাণের আধার একটু কি ভাবার অবকাশ নেই! একটু কি তার গুরুত্ব নেই! কেন সেটি আজ হুমকির মুখে সুন্দরী গরান গেওয়া রয়েল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ অসংখ্য সব প্রাণী তাদের কি বাঁচার অধিকার নেই। রামপাল প্রজেক্টের বিলুপ্তি চাই সুন্দরবনের প্রতি হুমকির বিনাশ চাই। বাঁচাও মানুষ বাঁচাও সুন্দরবন বাঁচাও বৃক্ষরাজি বাঁচাও জীবন বাঁচাও দেশ বাঁচাও মাটি বাঁচাও বিশুদ্ধ বায়ু বাঁচাও প্রকৃতি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.