আমাদের কথা খুঁজে নিন

   

জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগসহ ১৪ দল। রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অপরাধে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ শাস্তি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার সাক্ষ্য বহন করে।

রায় প্রকাশের পর গতকাল তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, নূহ-উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস।

কাজী জাফর উল্লাহ বলেন, এ রায়ের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে। এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ এ রায়ে সন্তুষ্ট।

মোহাম্মদ নাসিম বলেন, আদালত সাকা চৌধুরীকে ফাঁসি দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়িত হয়েছে। জাতি হয়েছে অভিশাপমুক্ত। এ রায়ে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগ এ রায়ে সন্তুষ্ট।

নূহ-উল আলম লেনিন বলেন, 'রায়ের মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। অচিরেই এ রায় কার্যকর হবে বলে আমি আশাবাদী। এ রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।'

মাহবুব-উল আলম হানিফ বলেন, রায়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। এ রায়ের মাধ্যমে দেশ আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল। রায়ে প্রমাণিত হয়েছে বিএনপি যুদ্ধাপরাধী দল। তিনি বলেন, সাকা চৌধুরী একাত্তরের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী কাজে লিপ্ত থাকায় আদালত তাকে যে শাস্তি দিয়েছেন আওয়ামী লীগ তাতে সন্তুষ্ট।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, 'এ ধরনের একটি রায়ের জন্য জনগণ মুখিয়ে ছিল। রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। আমি মনে করি এ রায়ে জনগণ সন্তুষ্ট হয়েছে। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।' তিনি বলেন, যুদ্ধাপরাধ বিচারকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে। দেশবাসীকে সতর্ক থাকতে হবে। বিমল বিশ্বাস বলেন, আদালত দেশি-বিদেশি ষড়যন্ত্র তোয়াক্কা না করে সাকা চৌধুরীকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়েছেন। সে জন্য আদালতকে ধন্যবাদ। তিনি বলেন, এ রায়ে জনগণ সন্তুষ্ট। রায়ের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্র আরও সুদৃঢ় হলো।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.