আমাদের কথা খুঁজে নিন

   

সাকার দণ্ড সংসদকে জানালেন স্পিকার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের ছয় দিনের মাথায় রোববার সংসদে এই রায় সংক্রান্ত ট্রাইব্যুনালের চিঠি সংসদে উত্থাপন করা হয়।
একাত্তরে গণহত্যার জন্য চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ইতোপূর্বে দণ্ডিত ছয়জনের কেউ বর্তমানে সংসদ সদস্য সদস্য নন। সালাউদ্দিন কাদের চৌধুরী তা হওয়ায় বিষয়টি অন্য সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সংসদ সদস্যের বিরুদ্ধে রায় জানিয়ে ৩ অক্টোবর ট্রাইব্যুনালের নিবন্ধক এ কে এম নাসিরউদ্দিন চিঠি দেন স্পিকারকে।
সংসদের কার‌্যপ্রণালী বিধি ১৭২ অনুযায়ী সংসদ সদস্যদের দণ্ড বিষয়ে স্পিকারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানানোর বিধান রয়েছে।
আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড হলে সংসদ সদস্য থাকা যায় না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।