আমাদের কথা খুঁজে নিন

   

সবগুলো এখন চুপ,কিন্তু কেন ?



জামায়াত-শিবির দেশে আন্দোলনের জন্য প্রাণ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।কাদের জন্য প্রাণ দেয়?যারা এদেশের স্বাধীনতায় অবিশ্বাসী।কী দুঃখ,এরা রামপাল প্রকল্পের ব্যাপারে উদাসিন।স্বাধীনতাবিরোধীদের বাঁচাতে যে কয়টা শিবিরকর্মী প্রাণ দিচ্ছে তা যদি সুন্দরবনকে বাঁচাতে দিতো তবে স্বাধীনতাবিরোধীতার ঝণ কিছুটা শোধ হতো না? ছাত্রলীগ:আমি বলি কী,দেশের জন্য কী কিছু করা যায়না?আপনারা নাকী দেশপ্রেমিক?বিশ্বজিতকে যেভাবে কুপালেন ঐ কোপটা রামপাল প্রকল্পের কাউকে দেওয়া যায়না? ছাত্রদল:চুড়ি পরে ঘরে,মেসে বসে বসে আর কতকাল আঙুল চুষবে হে জাতীয়তাবাদী?সুন্দরবন না থাকলে জাতীয়তাবাদ বিক্রি করেও আর খাওয়া লাগবেনা,এই ইস্যুতে অন্ততপক্ষে চুড়ি খুলে মাঠে আসো। আমলীগ ও বিম্পি:তোমরা না দেশপ্রেমিক?তা সুন্দরবন কোন দেশের বাবাজী? বাংলাদেশ সেনাবাহিনী,রামপাল বিদ্যুত প্রকল্প দেশে বহিঃশত্রুর প্রকাশ্য হস্তক্ষেপ।এখন ভাই দেশটাকে বাঁচাও,এইসব রাজনীতিবিদেরা স্বার্থের জন্য বাংলাদেশকে বিক্রি করতে দ্বিধা করবেনা। এইসব প্রতিষ্ঠানগুলো দাবী করে তারা বাংলাদেশকে ভালবাসে । সারাবছর চিল্লায় ফাটায় ফেলে। অথচ আজ বাংলাদেশ বড় অসহায়,তার প্রাকৃতিক দুর্গ সুন্দরবন দখল করুতে আসছে সামপ্রদায়িক ভারত,এদেশের কমিশনভোগীরা করছে সহায়তা। কে না জানে এই কথা? প্রথম আলুর ভয়াবহ সব বুদ্ধি বিক্রি করে থাওয়া লোকগুলো কোথায়? জাফর ইকবাল ছাহেব, এখন কেন কলামের পর কলাম লিখছেন না? সুন্দরবন কী বাংলাদেশের জাতীয় ইস্যু না? আনিসুল হকের রম্যলেখা কোথায় এখন? দেশে এত এত দেশপ্রেমিক এখস নীরব?তবে দেশপ্রেমের নামে দেশদ্রোহীতা করছে এরা? তবু কী নেই কেউ বাঁচাবে সুন্দরবনকে?নেই কেউ?এমনই অকৃতজ্ঞ তোমরা ?সুন্দরবনের সুন্দর চোখে অদৃশ্য কান্নার জল ঝরছে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.