আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে বেপরোয়া শিবির

সরকারের শেষ সময়ে সিলেটে চোরাগোপ্তা হামলায় বেপরোয়া হয়ে উঠেছে শিবির। ছাত্রলীগ নেতা-কর্মীদের টার্গেট করে তারা চালাচ্ছে এই চোরাগোপ্তা হামলা। শিবিরের হামলায় পঙ্গুত্ব বরণ করেছেন ছাত্রলীগের অন্তত ৩০ জন নেতা-কর্মী। সর্বশেষ রবিবার রাতে মদনমোহন কলেজ ছাত্রলীগের নেতা রাসেল আহমদ শিকার হন শিবিরের হামলার। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ছয় মাস ধরে সিলেটে বেপরোয়া হয়ে ওঠে শিবির। একের পর এক তারা হামলা চালাতে থাকে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর। প্রথম দিকে তারা প্রকাশ্যে হামলা চালালেও এখন নিয়েছে ভিন্ন কৌশল। রাতের অাঁধারে ছাত্রলীগ নেতাদের একা পেলে মুখোশধারী শিবির ক্যাডাররা হামলা চালিয়ে করছে গুরুতর আহত। শিবিরের বর্বর হামলায় অঙ্গহানির ঘটনাও ঘটছে অনেক ছাত্রলীগ নেতার। রবিবার রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ-সংলগ্ন কাজলশাহ এলাকায় মদনমোহন কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমদকে একা পেয়ে তিনটি মোটরসাইকেলে হামলা চালায় সাত শিবির ক্যাডার। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। রাতে ওসমানী হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। এর আগে বুধবার রাতে নগরীর আম্বরখানা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সুবিদবাজার এলাকায় মুখোশধারী শিবির ক্যাডাররা হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়ের ওপর। তারা কুপিয়ে তার হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে দুটি আঙ্গুল। গুরুতর আহত অঞ্জন এখনো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একইভাবে গত কয়েক মাসে শিবিরের হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা অসীম কান্তি, উজ্জ্বল, মোস্তাফিজুর রব, মদনমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর, শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান, সহসভাপতি রঞ্জিত দেব, শাবি ছাত্রলীগ নেতা রুহুল আমিন, নয়নসহ অন্তত ৩০ জন। এ ছাড়া শিবিরের হামলায় নিহত হয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জগজ্জ্যোতি তালুকদার। এ ব্যাপারে সিলেট মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার বলেন, 'শিবিরের হাতে একের পর এক মার খাচ্ছে ছাত্রলীগ নেতা-কর্মী। এ অবস্থায় আমরা বাধ্য হয়ে ঈদের পর প্রতিরোধে নামব। যেখানে শিবির পাওয়া যাবে সেখানেই করা হবে প্রতিরোধ।' সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আয়ুব বলেন, রাতের অাঁধারে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে শিবির। হামলাকারী ক্যাডারদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.