আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ কালজয়ী নতুন গ্রহ

আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় ঐ চুড়ই পাখি।উড়ছো কথায়? তুমি তো,আমার থানার লোক ও পাখি তো,সর্বনাশা ঐ যমুনা পারের লোক,যমুনার গোলা পানি চর চোওয়ার ঘুরে ফিরে দিয়েছে কত না ভোগ।সে তো,আমার থানার লোক।স্বচোখে দেখা হয়নি। ঐ চুড়ই পাখি,তোমার গান শোনেছি ডানার বাজনা শুনেছি,কত না কথা যমুনার ঢেউ ক্লান্ত মনে,মুগ্ধ হয়েছি। জানি,আত্মার আত্মীয় না হলোও পাখি যেনো আন্তরে স্থানে মহান গর্বিত, জাতির বুকে নক্ষত্র হয়ে উড়ছিল এখন জানি,শোক বাজনা বাজে উড়াল দিলো নিশিপ্রহরে গগণ জুড়ে। ঐ চুড়ই শুধু আমার দেশের আশিবাদ নয়, যুগ যুগান্তে‘সুভাষ দত্ত’হয়ে কালজয়ী এক নতুন গ্রহ সৃষ্টির পাণে ভাসলো। স্মৃতির চুম্বী জলের এক বিন্দু ঝরতে থাক,সে গ্রহ জ্বলতে থাক,শুধু জানো সে তো আমার থানার লোক। লেখার তারিখঃ ১৭/১১/১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।