আমাদের কথা খুঁজে নিন

   

নামের উৎপত্তি

ঢাকা নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মতামতগুলো হলো-

১. রাজা বল্লাল সেন একবার বেড়ানোর সময় এক জঙ্গলাকীর্ণ স্থানে দেবী দুর্গার একটি বিগ্রহ (মূর্তি) খুঁজে পান। তিনি সে স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু বিগ্রহটি জঙ্গলে 'ঢাকা' বা লুকানো (গুপ্ত) অবস্থায় পেয়েছিলেন, তিনি মন্দিরটির নামকরণ করেন 'ঢাকেশ্বরী মন্দির' আর সেখান থেকেই জনপদটির নাম হয় ঢাকা।

২. এই অঞ্চলকে মোগল সুবা বাংলার রাজধানী ঘোষণার পর সুবাদার ইসলাম খান আনন্দে 'ঢাক' (Drum) বাজানোর নির্দেশ দেন।

লোকমুখে কথিত আছে, ঢাকের শব্দ যতদূর যায়,

ততদূর পর্যন্ত তিনি তার রাজধানীর সীমানা নির্ধারণ করেন। এই ঢাক থেকেই ঢাকা।

৩. এই অঞ্চলে 'ঢাকা' (Butea Frondosa) গাছ অত্যন্ত সহজলভ্য হওয়ায় এ অঞ্চলের নামকরণ করা হয় ঢাকা।

৪. প্রাকৃত উপভাষা (dialect) 'ঢাকা ভাষা' থেকে এ

অঞ্চলের নাম ঢাকা।

৫. ডাক্কা মানে ফাঁড়ি (watch station)।

সেখান থেকে ঢাক্কা এরপর ঢাকা। শব্দটি প্রাকৃত উপভাষা থেকে নেওয়া এবং এর উল্লেখ পাওয়া যায় 'রাজতরঙ্গিনী' নামের এক বইয়ে।

এমন বেশ কয়েকটি মতামতই প্রতিষ্ঠা পেয়েছে। বিশেষজ্ঞদের গবেষণায় প্রতিটি মতামতকেই গুরুত্ব দেওয়া হয়।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।