আমাদের কথা খুঁজে নিন

   

সর্বদলীয় সরকারের কাজ শুরু হয়েছে: তোফায়েল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপির সঙ্গে সংলাপের মধ্যে বুধবার দলের এক সভায় এই আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, “শেখ হাসিনা নির্বাচনকালীন সময়ে যে সর্বদলীয় সরকার গঠনের কথা বলেছিলেন, সে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ”
“তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে আলোচনা করার আর কোনো সুযোগ নেই,” বলে বিরোধী দলকে সর্বদলীয় সরকারে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।
সংবিধান মেনে নির্বাচনের পক্ষপাতি আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেয়ার পর ইতোমধ্যে জাতীয় পার্টি, সিপিবি ও বাসদ এবং ১৪ দলের শরিকদের সঙ্গে আলোচনা করেছেন।
প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে বিএনপি নির্দলীয় সরকারের দাবি নীতিগতভাবে মেনে নিতে সরকারকে আহ্বান জানিয়েছে।
দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে দশম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে খালেদাকে টেলিফোন করেন হাসিনা।
হাসিনা হরতাল প্রত্যাহার করে আলোচনার আমন্ত্রণ জানালেও কর্মসূচি শেষে তা রক্ষা করতে রাজি থাকার কথা জানান খালেদা। এরপর দ্বিতীয় দফায় সংলাপের জন্য দুই দল পরস্পরকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে আসছে।
তোফায়েল বলেন, “এখন সংলাপ চাইলে এর জন্য উদ্যোগ আপনাদের (বিএনপি)  নিতে হবে।

আলোচনা হতে হবে নিঃশর্ত। নিঃশর্ত আলোচনা করতে চাইলে আমরা রাজি আছি। ”
‘২৭ অক্টোবরের পর সরকারের বৈধতা থাকবে না’ বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তাকে সংবিধান পড়ার অনুরোধ জানান আওয়ামী লীগের প্রবীণ এই সংসদ সদস্য।
“আমার মনে হয় আপনি না পড়ে, না বুঝে, এই কথা বলেছেন। ” 
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগের ওই আলোচনা সভায় তোফায়েল ছাড়াও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।


রাজ্জাক বিরোধী দলকে হুঁশিয়ার করে বলেন, “হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা যতই করা হোক, কোনো লাভ হবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ”
বিরোধী দল আইএসআইয়ের সঙ্গে ‘ষড়যন্ত্র’ করে বাংলাদেশকে ধ্বংস, অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করছে দাবি করে তা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কামরুল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.