আমাদের কথা খুঁজে নিন

   

সর্বদলীয় না মহাজোটীয় সরকার: কর্নেল অলি

সদ্য গঠিত সর্বদলীয় সরকারকে ‘মহাজোটীয়’ সরকার বলে আখ্যা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ, বীর বিক্রম (অব.)।

আজ সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘সর্বদলীয় সরকারের নামে মহাজোটের সমর্থকদের নিয়ে পক্ষান্তরে করা হয়েছে মহাজোটীয় সরকার। এই মন্ত্রিসভাকে কখনোই সর্বদলীয় সরকারের মন্ত্রিসভা বলা যায় না। ১৮ দলীয় জোটকে বাইরে রেখে সর্বদলীয় সরকার হতে পারে না। ’

তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের সমস্যা সমাধানের পরিবর্তে আরো বাড়বে।

মহাজোটীয় সরকারের পক্ষে কখনোই দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। ’

জাতীয় পার্টির অংশগ্রহণ প্রসঙ্গে কর্নেল অলি বলেন, ‘হুসাইন মুহাম্মদ এরশাদ একজন চরম সুবিধাবাদী লোক। তিনি দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে না, তিনি সর্বদা নিজের স্বার্থের রাজনীতি করে। দেশের মানুষের মঙ্গল নয়, তিনি নিজের মঙ্গলের কথাই ভাবেন।

তার কথার ওপরে মানুষ কখনোই বিশ্বাস স্থাপন করতে পারে না। অতীতে পারেনি, বর্তমানে পারছে না, ভবিষ্যতেও পারবে না। তিনি যা বলেন তা করে না। ’

ড. কর্নেল অলি আহমদ বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সর্বদলীয় সরকার নয় অবিলম্বে জনগণের প্রাণের দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিন। ’



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.