আমাদের কথা খুঁজে নিন

   

সর্বদলীয় সরকারে যাঁরা থাকতে পারেন

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার শপথ নিচ্ছে কাল সোমবার বিকেল তিনটায়। সরকারে কারা থাকবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। মহাজোটের শরিক দল জাতীয় পার্টি গত কয়েক দিন ধরেই নানা রকম মন্তব্য করলেও শেষ পর্যন্ত সর্বদলীয় সরকারে যোগ দিচ্ছে বলে জানা গেছে।
সোমবার সকাল ১১টায় জাতীয় পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে দলটির পক্ষ থেকে বলা হয়।

আওয়ামী লীগ ও সরকারের একাধিক সূত্র জানায়, নতুন মন্ত্রিসভা হবে ২১ থেকে ২৫ সদস্যের।

জাতীয় পার্টি ছাড়াও অন্তবর্তী এই সরকারে থাকবে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের থাকবেন ১৫ জন সদস্য।

সূত্রগুলো আরও জানায়, সর্বদলীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমির হোসেন আমু আগ্রহ প্রকাশ করলেও তোফায়েল আহমেদ এখনও সিদ্ধান্ত জানাননি। আগেরবার মন্ত্রিসভার রদবদলের সময় মন্ত্রীত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তোফায়েল আহমেদকে রাজি করানোর জন্য চেষ্টা চলছে বলে জানা গেছে।



সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ ছাড়া বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আবুল মাল আবদুল মুহিত, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, নূরুল ইসলাম নাহিদ, ওবায়দুল কাদের, আবদুর রাজ্জাক, দীপু মনি, শফিক আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ সর্বদলীয় সরকারে থাকতে পারেন বলে জানা গেছে।

ওয়ার্কার্স পার্টির পক্ষে রাশেদ খান মেনন সরকারে যোগ দেবেন বলে আগেই প্রথম আলোকে জানিয়েছিলেন তিনি। জাসদের হাসানুল হক ইনুও সর্বদলীয় সরকারে থাকছেন—এটা অনেকটাই নিশ্চিত।
জাতীয় পার্টি সূত্র বলছে, তাদের পক্ষ থেকে সর্বদলীয় সরকারে যোগ দেবেন বেগম রওশন এরশাদ, জি এম কাদের, এ বি এম রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নু।

তবে সব সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নেবেন বলে জানিয়েছেন সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।

ফলে শেষ মুহূর্তে এসব নামে পরিবর্তন আসতে পারে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও জাতীয় পার্টিকে সর্বদলীয় সরকারে রাখতেই মন্ত্রিসভার পুনর্গঠন প্রক্রিয়া পিছিয়ে গেছে। গত এক সপ্তাহেরও বেশি সময় মন্ত্রীপরিষদ বিভাগের সংশ্লিষ্টদের ছুটি বাতিল করে তৈরি রাখা হয়েছিল শপথ অনুষ্ঠানের জন্য। অবশেষে আজ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত্ শেষে মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, কাল সোমবার বিকেলে নতুন মন্ত্রীরা শপথ নেবেন। তবে নতুন মন্ত্রী হিসেবে কারা শপথ নিচ্ছেন তা জানাননি তিনি।



জানা গেছে, এখনকার অবস্থা বিবেচনায় বিএনপিকে বাইরে রেখেই মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। বিএনপি রাজী হলে তাদের থেকেও ৮ থেকে ১০ জন মন্ত্রী নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারি দলের। জামায়াতে ইসলামী থেকে কাউকে মন্ত্রী করার কোনো পরিকল্পনা নেই সরকারের।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.