আমাদের কথা খুঁজে নিন

   

আল্টিমেটাম উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ নাকচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও ফোরামের দেওয়া পৃথক আল্টিমেটামকে উপেক্ষা করে পদত্যাগ নাকচ করেছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। শিক্ষক সমিতি ২০ অক্টোবর ও ফোরাম ২২ অক্টোবর পর্যন্ত পদত্যাগের আল্টিমেটাম দিলেও নিজস্ব এক বিজ্ঞপ্তিতে তা নাকচ করেছেন উপাচার্য।
 
এদিকে পূর্বনিধারিত কর্মসূচীর অংশ হিসাবে আজ থেকে পুনরায় আন্দোলনে যোগ দিয়ে সর্বাত্বক ধর্মঘট পালন করছে শিক্ষক সমিতি।
 
৯ অক্টোবর শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা ও উপাচার্য কর্তৃক ২ শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০ অক্টোবর পর্যন্ত উপাচার্যকে পদত্যাগের সময় বেধে দেয় শিক্ষক সমিতি। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে ২২ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ঘোষনা দেয় তারা।

এরই প্রেক্ষিতে তারা আজ থেকে কর্মবিরতির মাধ্যেমে ধর্মঘট পালন করে। বুধবার সমিতির সাধারন সভায় পরবর্তী কর্মসূচীর ব্যাপারে সদ্ধিান্ত নেওয়া হবে।
 
এ ব্যাপারে সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিন বলেন, এ উপাচার্য নিজে পদত্যাগ না করলে তাকে অপমানজনক ভাবেই পদত্যাগ করতে হবে। এদিকে শিক্ষা সচিবের সাথে আলোচনা সাপেক্ষে উপাচার্যের পদত্যাগ চেয়ে ১০ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষক ফোরাম। আজ সকাল ১১ টায় ফোরামের এক জরুরী সভায় পুনরায় আন্দোলনে যাওয়া সদ্ধিান্ত নেয় শিক্ষকরা।

এর আগে ২১ অক্টোবর শিক্ষক সমিতি ও ফোরামের ৭ সদস্য বিশষ্টি একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের সাথে আলোচনায় বসেন।
 
আগামীকাল সংসদীয় কমিটির সাথে শিক্ষক ফোরামের আলোচনায় বসার কথা রয়েছে। অন্যদিকে শিক্ষক সমিতি ও ফোরামের আল্টিমেটামকে উপেক্ষা করে পদত্যাগ নাকচ করেছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। আবাসিক হলে শিক্ষার্থীদের কক্ষে লিপলেট আকারে বিতরন করা এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, স্বেচ্ছাচারী অনৈতিক শিক্ষকদের দাসত্ব থেকে মুক্তি পেতে যে শিক্ষার্থীরা যেগে উঠেছে তাদের একা ফেলে আমি যাব না। তিনি তদন্ত প্রতিবেদন অবিলম্বে প্রকাশের আহবান জানিয়ে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হোক।

প্রমানিত না হলে যারা তা উত্থাপন করেছেন, আমাকে অবাঞ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়কে অচল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
 
এদিকে দূর্গা পূজা, ঈদুল আজাহা ও লক্ষী পূজার ছুটি শেষে গতকাল থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে যথারিতি সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে।
 
ইতোমধ্যে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছে। অন্যদিকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আবেদনের শেষ সময় আগামী ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.juniv.edu/admission/) এ পাওয়া যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.