আমাদের কথা খুঁজে নিন

   

আজো খেলছেন না তামিম

টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুড়ি। আর এই ফরম্যাটে মারকুটে তামিম ইকবাল যেন আরও বিধ্বংসী। ২৬ ম্যাচে ৭০ চার ও ছয় ছক্কায় ৫৭৬ রান করে বাংলাদেশের টি-২০তে সর্বাধিক রানের আসনে বসে সেটার প্রমাণ দিয়েছেন ইতোমধ্যে। কিন্তু তাকে ছাড়াই মুশফিকদের নামতে হচ্ছে নিউজিল্যান্ড বধের শেষ মিশনে। তলপেটের ব্যথায় তৃতীয় ও শেষ ওয়ানডে খেলা হয়নি এই ওপেনারের। এখনো সেরে না ওঠায় আজ একমাত্র টি-২০ ম্যাচেও নেই তিনি। বাঁহাতি এই তারকার পরিবর্তে দলে এসেছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

সোমবার তামিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এখনো সেরে ওঠেননি বলে তাকে না খেলানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বোর্ডের ফিজিও বিভব সিং বলেন,'আমরা কাল (সোমবার) তামিমের অবস্থার মূল্যায়ন করেছি। ইনজুরি থেকে তিনি এখনো সেরে ওঠেননি। এরকম পরিস্থিতিতে তাকে খেলানো ঝুঁকি হয়ে যাবে। তার পূর্ণ সুস্থতার জন্যে দুই থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন।'

এক ইনিংসে সর্বোচ্চ ৮৮ রান করা তামিমের অভাববোধ ভালোভাবেই হবে বাংলাদেশ দলে। এনিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম সাংবাদিকদের বললেন,'তামিমের অবস্থা খুব একটা ভালো নয়। ওর শরীরের যা অবস্থা এতে না খেলাই ভালো।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.