আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ খেলছেন না তেভেজ!

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যারাডোনার দলে স্থান পেয়েছিলেন কার্লোস তেভেজ। তবে অনেকেরই অভিযোগ, তেভেজকে ঠিক স্থানে ব্যবহার করেননি ম্যারাডোনা। তেভেজও সন্তুষ্ট ছিলেন না ফুটবল ঈশ্বরের সিদ্ধান্তে। তবে এরপর থেকেই জাতীয় দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। লিওনেল মেসির আগমনের পর এক সময়কার প্রধান তারকা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন। আলেসান্দ্রো স্যাবেলার দলেও স্থান হচ্ছে না তেভেজের। তবে ক্লাবে ঠিকই আপন আলোয় উদ্ভাসিত তিনি। কিছুদিন আগেও জুভেন্টাসের হয়ে করেছেন হ্যাটট্রিক। চলতি মৌসুমে সবমিলিয়ে ১১ গোল। এতকিছুর পরও তেভেজ মনে করছেন, বিশ্বকাপে তার স্থান হবে না। কোচ স্যাবেলা তার গোলের রেকর্ডটাকে খুব বেশি মনে রাখতে চাইবেন না বলেও ভাবছেন তেভেজ। টোটোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, 'আমি মনে করি না যে স্যাবেলা বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের ক্ষেত্রে আমার গোলের রেকর্ডটা মনে রাখবেন।' তাই বলে একেবারেই হতাশ নন তিনি। বিশ্বকাপে খেলতে না পারলেও ক্লাবকে নিয়েই তিনি সব মনোযোগ ঢেলে দিতে চান। জুভেন্টাসের হয়ে জয় করতে চান শিরোপা। তেভেজ অবশ্য নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন। তার মতে, তিনি মাঝে মধ্যে বিশ্ব সেরা তারকা হয়ে ওঠেন। আবার কখনো তিনি একজন সাধারণ ফুটবলার। তেভেজ যা ভাবছেন, স্যাবেলা তেমনটি নাও ভাবতে পারেন। দেখা যাক, ব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলে তেভেজকে রাখেন কিনা তিনি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.