আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাটোর সামরিক মহড়ায় রাশিয়ার উদ্বেগ

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সাত বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে। এ সপ্তাহে বাল্টিক দেশ এবং পোল্যান্ডে তারা এই মহড়া শুরু করেছে। মহড়ার স্থান রাশিয়ার সীমান্তবর্তী হওয়ায় বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে রাশিয়ার জন্য।

যদিও ন্যাটো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা আরো সুদৃঢ় করা তাদের এই সামরিক মহড়ার উদ্দেশ্য নয়।

তবে মহড়াটি রাশিয়ার পশ্চিম সীমান্তের কাছাকাছি হওয়ায় দেশটির কর্মকর্তাদের কাছে বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে। ঠাণ্ডা যুদ্ধের অবসানের পর নেটো যেভাবে বিস্তার লাভ করেছে তাতে তারা হয়তো জোটের অন্যদের নেতৃত্ব দেয়ার জন্য মস্কোর কাছে তাদের ক্ষমতা প্রদর্শন করছে।

উল্লেখ্য, মহড়ায় ন্যাটো জোট ছাড়াও অসদস্য দেশ সুইডেন, ফিনল্যান্ড এবং ইউক্রেনের মোট ছয় হাজার সেনা অংশ গ্রহণ করছে। মহড়াটি নভেম্বরের ২ থেকে শুরু হয়েছে এবং এটি ৯ তারিখ পর্যন্ত চলবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.