আমাদের কথা খুঁজে নিন

   

গবেষণা কি? কেন? স্বাধীনতাহীন নিয়ন্ত্রিত ফ্রেমে কিছু বিদ্যান লোকের ভিন্ন ধর্মী এক কর্মের নাম গবেষণা!!

দেশের জন্য উজাড় করা ভালবাসা

গবেষণা হইল কোন বিষয়ে উৎসাহী ব্যক্তির আগ্রহে নতুন কোন উন্নয়ন খুঁজে বাহির করিবার জন্য অতীতে যারা উক্ত বিষয়ে কিছু লিখিয়াছেন বা বলিয়াছেন তাহাদের কাজের স্বীকৃতি প্রদান করিয়া এমন তুলোদোনা করা যেন তাহাদের আগের কর্মে ব্যাপক বিচ্যুতি রহিয়াছে; কিছু ব্যক্তিকে এক খণ্ড কাগজে কিছু প্রশ্ন লিখিয়া দিয়া উক্ত প্রশ্নসমূহের উত্তর দিতে বলা; কতিপয় ব্যক্তি উহা করিতে রাজি নহে বলে তাহাদিগকে নিজ উদ্যোগে প্রশ্ন করা; ইহাতেও সমস্যা দেখিলে কানে শুনিয়া, চোখে দেখিয়া, উপলব্দি করিয়া কিছু খুঁজে বের করা; এইভাবে প্রাপ্ত বিষয়গুলোকে তাত্ত্বিক অথবা গানিতিক প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী করিয়া জনসম্মুখে উপস্থাপন করা। এই পদ্ধতি অবলম্বন করিয়া ইতিমধ্যে কিছু প্রকাশিত এবং আরো কিছু অপ্রকাশিত গবেষণা লইয়া বিরক্তিকর এক অবস্থায় দিনাতিপাত করিতেছি, যদিও ইহা আমার পেশায় যাহারা রহিয়াছেন তাহাদের সাথে তুলনা করিলে অতি নগন্য, কারণ তাহারা গবেষণায় সেঞ্চুরি করিয়াছেন বহু আগে। কিছুতেই এই সকল গবেষণা আমার মন ভরাইতে পারিতেছেনা। অধিকন্তু গুরুদের শত শত গবেষণার কোন প্রয়োগ না দেখিয়া, সমাজ বিনির্মাণে এই সকল গবেষণার কোন প্রায়োগিক অবস্থান না থাকায় এই কাজ শুধুমাত্র পদের উন্নয়ন ও ব্যক্তির জীবন বৃত্তান্তের একটি সংখ্যা তত্ত্বের বহিঃপ্রকাশ হিসাবে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। এখন আমার প্রনোদনা দরকার গবেষণা বিষয়ে, বিশেষ করে যাহারা তাহাদের গবেষণার ফলাফলের প্রয়োগ নিয়া কাজ করিতেছেন তাহারা যদি অভিজ্ঞতা শেয়ার করিতেন তাহলে আমার বড়ই উপকার হত। জীবনে একটি এমন গবেষণা করিতে চাই যাহা কোথাও প্রকাশ না হলেও সমাজ বিনির্মাণে আমি নিজেই প্রয়োগ করিতে পারিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.