আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধার মাঝারি মানের দল

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সেই লক্ষ্যে ২৬ জন ফুটবলারকে নিবন্ধন করিয়েছে তারা। এই দলে বর্তমান জাতীয় দলের কেউ নেই। তবে জাতীয় দল থেকে বাদ পড়া কয়েক জন ফুটবলার আছেন। তারা হলেন বিজেএমসি থেকে আসা গোলরক্ষক আমিনুল হক, আবাহনী থেকে আসা ডিফেন্ডার মহিউদ্দিন ইবনুল সিরাজী ও স্ট্রাইকার এনামুল হক, মোহামেডান থেকে আসা মিডফিল্ডার মারুফ আহমেদ এবং মুক্তিযোদ্ধায় থেকে যাওয়া জাহেদ পারভেজ চৌধুরী। এছাড়া মোহামেডান থেকে রফিকুর রহমান মামুন, সাইদুল হক, আনিসুল হক সুইট, ইমতিয়াজ সুলতান জিতু ও ইকবাল হোসেন, আবাহনী থেকে চৌমিরিন রাখাইন, বিজেএমসি থেকে শফিকুল ইসলাম বিপুল ও নাইমুর রহমান শাহেদ এবং শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে গোলাম মোস্তফা তোয়ান ও উত্তম কুমার বণিককে নিয়ে এসেছে মুক্তিযোদ্ধা।

আপাতত তিনজন বিদেশিকে নিবন্ধন করিয়েছে মুক্তিযোদ্ধা। তিন জনই নাইজেরীয়। তারা হলেন এলিটা বেঞ্জামিন, এলিটা কিংসলে ও আগবুলু ইনালিগভিউ। এছাড়া মিশর ও নাইজেরিয়ার দুজন করে চার জন ফুটবলার তাদের ক্যাম্পে আছেন। হাইতি থেকেও একজনের আসার কথা।

এদের যাচাই করেই দলভুক্ত করতে চায় মুক্তিযোদ্ধা। দলটির কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, “এবার অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের নিয়ে আমরা দল গড়েছি। এই দলে বড় কোনো তারকা নেই। তবু শিরোপার জন্য লড়াই করার আশা করছি আমরা। ” “বলা যায় কাগজে-কলমে আমরা ৫ নম্বর দল।

তাই প্রিমিয়ার লিগে তৃতীয় হতে পারলেই সন্তুষ্ট হবো। যদিও আমাদের লক্ষ্য শিরোপার দৌড়ে থাকা। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.