আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধার সন্তান



গতকাল নারায়ণগন্জ গিয়েছিলাম একটা কাজে। গ্রামের ভিতরে আধাপাকা রাস্তাটার পাশেই ছোট একটা মুদিদোকান,কথায় কথায় পরিচয় হলো দোকানের মালিকের সাথে। দোকানের সামনে ছোট একটা সাইনবোর্ড,"বীর মুক্তিযুদ্ধা আলী আকবর স্টোর,প্রোঃ মোঃ লিটন" একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তিনি, মুদি দোকান চালিয়ে জীবন নির্বাহ করছেন। ছবি তুলতে চাইলে সানন্দে রাজি হলেন দোকানের মালিক। স্যান্ডো গেন্জি পড়ে ছিলেন, এবার ছবি তোলার জন্য দোকানের ভিতর থেকে একটা শার্ট পড়ে এলেন।

ছবিটা তাকে ছাপিয়ে দেয়া যাবে কিনা জিজ্ঞাসা করলেন। বোঝা গেল ছবিতোলাটা তার কাছে একটা বিরাট ব্যাপার। উপায় ছিলোনা , তাঁকে আশাহত করতে বাধ্য হলাম। তারপরও বললাম,যদি কখনো ঢাকায় আসেন তাহলে দিতে পারবো। আমার কাছে তার শেষ অনুরোধ ছিলো এরকম, যেহেতু উনি ঢাকা আসতে পারবেননা, তাই আমি যেন ছবিটা টিভিতে দেয়ার অথবা পত্রিকায় ছাপানোর ব্যবস্থাকরি যেন উনি দেখতে পারেন।

মনে মনে হাসলাম, ভাবলাম আমার যদি সেই ক্ষমতা থাকতো!! আমাদের তারেক জিয়াও মুক্তিযোদ্ধার সন্তান। তার কত বড় বড় ছবি ছাপা হয় পত্রিকায়। নিচে থাকে বড় বড় হেডিং, "এত শত কোটি টাকার দূর্নীতি মামলায় চার্জশীট" ইত্যাদি ইত্যাদি। তার কাছে পত্রিকায় ছবি ছাপানো ডালভাতের মত ব্যাপার। আমাদের লিটনও মুক্তিযোদ্ধার সন্তান।

কিন্তু তারেক জিয়ার মত তার কোন ছবি আসেনা পত্রিকায় । আমরা ব্লগেও কে মুক্তিযোদ্ধা কে রাজাকার এটা নিয়ে বহুৎ কাঁদা ছোড়াছুড়ি করি, কিন্তু সত্যিকার মুক্তিযোদ্ধা বা তাঁদের সন্তানদের খবর আমরা কয়জন রাখি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.