আমাদের কথা খুঁজে নিন

   

শহরে খুদে ব্যাটম্যান,ওবামার শুভেচ্ছা বার্তা

কালো পোশাক, মুঠো পাকানো হাত। কোমরে উজ্জ্বল হলুদ ব্যান্ড। মুখে আঁটা ছুঁচলো কানওয়ালা একটা কালো মুখোশ। পিঠে বাঁধা নীল কাপড়টা হাওয়ায় উড়ছে। শহর দাপিয়ে বেড়াচ্ছে সে।

গত শুক্রবারের সান ফ্রান্সিসকো যেন কমিক বইয়ের গথাম সিটি।

জনপ্রিয় সুপার হিরো ব্যাটম্যানের চিরপরিচিত পোশাকেই গত শুক্রবার সারা দিন সান ফ্রান্সিসকো মাতিয়ে রাখল বছর পাঁচেকের খুদে ব্যাটম্যান। আর তাকে উৎসাহ দিতে পথে নামলেন হাজার হাজার মার্কিন নাগরিক। ভিড় করল সারা বিশ্বের সংবাদমাধ্যম, মিলেছে পুলিশি প্রহরা। এমনকী, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন খোদ প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ ভাবেই দিনভর হুল্লোড়ে রঙিন হয়ে উঠল ছোট্ট মাইলস স্কটের জীবনের অমূল্য দিনটা।

অমূল্য, কারণ মরণব্যাধি বাসা বেঁধেছে ৫ বছরের খুদে মাইলসের দেহে। দেড় বছর বয়সেই ধরা পড়ে লিউকোমিয়া। তারপর থেকে মৃত্যুর মঙ্গে লড়াই। মৃত্যুর ভ্রূকুটিকে অগ্রাহ্য করে ছোট্ট মাইলসের মুখে সব সময় হাসি ফুটিয়ে রাখার প্রানান্ত চেষ্টা।

আর লড়াই ইচ্ছেপূরণের। সেই তালিকাতে ছিল, 'এক দিনের জন্য যদি ব্যাটম্যান হতে পারতাম...' আর পাঁচটা ছোট বাচ্চার মতোই নিজেকে কমিক বইয়ের প্রিয় চরিত্রের মধ্যে খুঁজে পেতে চায় মাইলস।

আর এই ইচ্ছেপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিল শহরেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদেরই উদ্যোগে এগিয়ে এল পুলিশ, প্রশাসন, সংবাদমাধ্যম। খুদে সুপারহিরো ‘ব্যাটকিড’-এর খবর ছড়িয়ে পড়তেই উন্মাদনায় মেতে ওঠে শহরবাসী।

টুইটারে ছড়িয়ে পড়ে,'আমাদের হিরো এসেছে। আজকের জন্য সান ফ্রান্সিসকো সুরক্ষিত। '

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।