আমাদের কথা খুঁজে নিন

   

তোমার কাঁদার উৎকৃষ্ট সময় এখন

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

বাংলা তুমি কাঁদো, দু'নয়ন ভরে কাঁদো তোমার কাঁদার উৎকৃষ্ট সময় এখন । আমরাতো প্রতিনিয়তই কাঁদি ।

তোমার সন্তানেরা তোমাকে টেনে হিছড়ে রক্তাক্ত করেছে, করছে এবং করবে, তোমার বুকে বসে আঘাত করছে তোমার প্রতিটি অঙ্গে । তোমার আকাশে বাতাসে এখন আগের মত ধ্বনিত হয় না অধিকার আদায়ের স্লোগান, গণতন্ত্রের নামে চলছে শোষণ । তোমার বুকে গণতন্ত্রের চাষাবাদ হয় না এখন, হয় শুধু দলীয়করণ, স্বার্থপরতার ঘৃন্য আধারে ছেয়ে গেছে দেশ । তুমি পথভ্রষ্ট এখন । বাংলা তুমি কাঁদো, দু'নয়ন ভরে কাঁদো তোমার কাঁদার উৎকৃষ্ট সময় এখন ।

তোমার সন্তানেরা এখন নিউট্রন বোমার জন্ম দেয়, দালালী করে তোমাকে নিয়ে, মাথার উপর কার ছবি, কোথায় কার নাম তা নিয়ে হয় তুমুল প্রতিযোগিতা । তোমার বুকে এখন আর ডাস্টবিনের পাশে কাক ও কুকুরের সাথে ন্যাংটো ছেলেমেয়েদের খাবার নিয়ে কাড়াকাড়ির ছবি শোভা পায় না, রুদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা বাঁচিয়ে রেখেছে তোমায় তাদের ছবি এখন আর শোভা পায় না । সভ্যতার অশ্লীল বাতাসে ভরে গেছে তোমার পাখিদের নীলাকাশ, রাজনীতি এখন বিপর্যস্ত নগরী, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, রক্ত চাই, লাশ হবো ধ্বনিতে প্রকম্পিত তোমার চারিপাশ । যে পতাকা পেতে এত ত্যাগ সেই পতাকা নিয়ে কাড়াকাড়ি বাড়াবাড়ি, অবমাননা দেখে মনে হয় বড় বেশি অসময় এখন তোমার, তুমি কাঁদো, দু'নয়ন ভরে কাঁদো তোমার কাঁদার উৎকৃষ্ট সময় এখন । কাঁদতে কাঁদতে তুমি হও একাকার, তোমাকে তুমি ভাসাও চোখের জলে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.