আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে 'পাকিস্থানী' একটা গাল যেটা মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িকরা বলে থাকে

'যে ব্যক্তি সহজ-সরল ও কোমল হবে, সে ব্যক্তির জন্য আল্লাহ দোযখ হারাম করে দেবেন' [সহীহুল জা'মে/৬৪৮৪]

একথা সত্যিই যে ভারতীয় কিছু মুসলিম ক্রিকেট খেলায় পাকিস্থানের সাপোর্ট করে। আবার ওদের সামনে কেউ পাকিস্থানের সমালোচনা করলে বা পাকিস্থানকে গাল দিলে রেগেও যায়। এদের আমি ঘৃণা করি... আর এরা ঘৃণারই পাত্র। আমেরিকা পাকিস্থানে ড্রোন হামলা করলে আমাকেও খারাপ লাগে, পাকিস্থানের বিপদে বা দুঃখেও আমাকে খারাপ লাগে কারণ এক মুসলিম অপর মুসলিমের ভাই। পৃথিবীর যেকোন জায়গার মুসলিমই আমার ভাইয়ের মতো।

এটা ইসলামের সৌন্দর্য। মুসলিমদের শক্তি। কিন্তু তারমানে এই নয় যে আমি ভারত-পাক ম্যাচে পাকিস্থানের হয়ে গলা ফাটাবো, ভারত-পাক যুদ্ধে চাইবো ভারতের আর্মি মরুক। অথবা অনান্য ব্যাপারে পাকিস্থানের দালালি করব। অবশ্য ভারত পাকিস্থানের বিরুদ্ধে কোন জুমুল করলে আমি সত্যের পক্ষেই থাকব।

কিন্তু একথাও সত্য যে আজ যারা ভারতীয় হয়েও পাকিস্থানের সাপোর্ট করছে তারা এমনি এমনিই তা করেনি। এর পেছনে আছে কিছু উগ্রবাদী হিন্দু। আমি অনেক লোকের মুখে অনেক ঘটনা শুনেছি। ভারতে 'পাকিস্থানী' একটা গাল যেটা মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িকরা বলে থাকে। সাম্প্রদায়িক হিন্দুত্ববাদিরা মুসলিমদের ভারতীয় বলে মনেই করেনা।

এজন্যই ভি.এইচ.পি, আর.এস.এস নেতারা মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলে, আর্মিতে ভর্তি না নেওয়ার কথা বলে। ব্যাপারটা আরো ভালো ভাবে বুঝবেন যদি আমির খানের 'রঙ দে বসন্তী' দেখেন অথবা মাধবনের 'মুম্বাই মেরি জান' বা বাংলা কমেডি 'ভুতের ভবিষ্যত' দেখেন। আর জলন্ত উদাহরণ পাবেন বিভিন্ন নিউজ চ্যানেল বা খবরের কাগজের ফ্যান পেজ গুলোতে। কিছু বাংলাদেশি এবং ভারতীয় ভারত এবং হিন্দুদের কট্টর সাম্প্রদায়িক বলে থাকেন। কোন সম্প্রদায়ের সকলকে সাম্প্রদায়িক, উগ্রবাদি, সন্ত্রাসী বলা অপরাধ।

ভারতের মানুষ সাম্প্রদায়িক হলে ২৫ কোটি মুসলিম কখনোই বেঁচে থাকতে পারতো না। এদেশে মুসলিমরা রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ক্রিকেট দলের ক্যাপ্টেন, সেরা মহিলা খেলোয়ার, সেরা অভিনেতা, সেরা সঙ্গীতকার, রাজ্যপাল, আই.পি.এস অফিসার সবই হয়.... সংখ্যায় কম হলেও হয়। আর মুসলিমদের সাথে যে অবিচার হয়, দাঙ্গার সময় যত মুসলিম মরে তা করে ভি.এইচ.পি, আর.এস.এস, বজরং দল, দুর্গা বাহিনীর মতো কট্টর সাম্প্রদায়িক দল গুলো। এর জন্য সারা দেশেই প্রতিবাদ উঠে.. হিন্দুরাও রাস্তায় নামে, মসজিদ রক্ষা করে, মুসলিমদের প্রাণ বাঁচাই, রক্ত দেয়, ওষধ পত্র দেয়। যদি সারা দেশ হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক হতো তাহলে ৮০ কোটি হিন্দুর সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা মুসলিমদের হতো না।

আর মুসলিমদের সেই ইমানী জাযবাও নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.