আমাদের কথা খুঁজে নিন

   

সেইসব মানুষ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

সেইসব মানুষ ___ শাফিক আফতাব এমন অনেক কুয়াসায় তুমি আমি উপশহরের ঘাসময় পথে হেঁটেছি আমাদের চলায় পুরনো বিলীন মানবী আর মানবীর ছায়া ভেসেছিলো __ মনে হয়েছিলো এই পথে কত কত দিন হৃদয়ের খেলায় খেলেছে কানামাছি অনেক ভালোবাসার মানুষ। একে অপরের জন্য প্রাণ সঁপেছিলো।

সেইসব মৃত প্রাণের আকুতি, প্রণতি, প্রেম হৃদয়ের আবেগের পদাবলি __ আমাদের পথে যেতে যেতে শিশির ভেজা ঘাসে চরণে ছুঁইতো সেইসব ইতিহাস, চারপাশে সাদা কুয়াসার চাদর, হিমশীত, ব্যঞ্জনা গীত__তবু রঙিন দীপাবলি আমাদের হৃদয়ে দিয়ে যায় চেতনা। প্রতিদিন নব নব কলিকায় আমরা প্রকাশ। সেইসব মানুষ ঘামে, প্রেমে, সংগ্রামে কঠিন কঙ্কালের আঘাতে গড়েছে ঐতিহ্য ; পথের ঘাসে, বাতাসে, শ্বাসে আমরা পাই তারি উদ্দেশ__আর চাকার চেতনা __ অথচ সেইসব কারিগর-মানুষ আমাদের অনেকের কাছে উচ্ছিষ্ট, অপাংক্তেয় অসহ্য : তাদের প্রেম কাম সংগ্রাম__আর কঠোর কঠিন জীবন আমাদের অজানা। মানবী, তোমাকে পেয়ে মনে হয় তুমি শত জনমের থেকে উঠে আসা এক চেতনা আর আমিও কোটি পুরুষের রক্তের নির্যাস বেয়ে আসা এক শ্রমশিল্পী আর সুচেতনা__ ১৫.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।