আমাদের কথা খুঁজে নিন

   

সেইসব ভাবনাগুলো

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

সেইসব ভাবনাগুলো তাড়ায়
ঘুমোতে দেয় না আমায়
অনেক রাত একাকী জেগে থাকি
লাল-নীল আলো নিবে
ধূসর স্বপ্নের মাঝে ডুবে যেতে আর কত বাকি?
তবু সেইসব ভাবনাগুলো তাড়ায়
আমি তার লাগাম টেনে ধরতে গিয়ে
বার বার দুটো চোখ বন্ধ করে রাখি
সারারাত শেখড়ের মত পরে থাকি

সেইসব ভাবনাগুলো অভিমানী করে
কাছে এসে তাই দূরে দূরে যাই সরে
ঝড়ো হাওয়ায় শুকনো পাতার মত
অভিমানী শহর ঘোর লাগায় অবিরত
শত স্বপ্নের উষ্ণতায় আজো বেচে আছি
তবু স্বপ্ন ভেঙ্গে যায়
ঝরাপাতার মত স্বপ্নেরা অভিমানী চিহ্ন রেখে যায়

তবু যত বার আসি
নিঃসঙ্গ অভিমান
আমায় বলে ফিরে যেতে
আমায় বলে মানুষ হতে
আমার আশক্তি রুদ্ধ করে রাখে আমায়
সেইসব ভাবনাগুলো তাড়ায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।