আমাদের কথা খুঁজে নিন

   

পার্লামেন্টে নিন্দা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়

যুদ্ধাপরাধ ইস্যুকে আবারো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে উল্লেখ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশেই দুই দেশের দূতাবাসের সামনে পরস্পর বিরোধী বিক্ষোভ ও তালেবানদের বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকির পর শুক্রবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই বিবৃতি দিল।

বিবৃতিতে জানানো হয়, যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল নিয়ে বাংলাদেশে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। পাকিস্তান পার্লামেন্টে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হওয়া মানে এই নয় যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে।

এদিন বিৃবতি দেয়ার সময় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।

তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের চলমান অবস্থা নিয়ে তাদের সর্বশেষ অবস্থান কি এবং কিছুদিন আগে দেশটির পার্লামেন্টে পাস হওয়া নিন্দা প্রস্তাব ও শুক্রবারের এই বিবৃতির মধ্যে স্ববিরোধীতা রয়েছে কিনা?

উত্তরে ওই পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা আমাদের পলিসি নয়। সেখানে যেভাবে বিচারকার্য চলছে যা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অস্থিরতা তৈরি করেছে আমরা কেবল তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর উদ্বিগ্নতা লিপিবদ্ধ করেছি। এছাড়া সংসদ একটি সার্বভৌম অংশ। সেখানে সংসদ সদস্যরা মানুষের আবেগের প্রতিনিধিত্ব করে। তাই যা যথাযথ বলে মনে হয়, সে সম্পর্কে কথা বলার অধিকার তাদের রয়েছে।

’      

বাংলাদেশে চলমান পাকিস্তান বিরোধী ক্ষোভের বিস্ফোরণ এবং দেশটির পতাকা পোড়ানোর মতো ঘটনা সম্পর্কে প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সব বিষয়ে সাড়া দিতে পছন্দ করি না। সেখানে মানুষ হয়তো বিক্ষোভ করছে কারণ আমরা তাদের পাল্টা অভিযোগে সাড়া দেইনি। ’ তিনি বাংলাদেশকে আবার পাকিস্তানের সঙ্গে আবার পুনর্মিলনের আত্মা নিয়ে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে ১৯৭৪ সালের ত্রিদেশীয় চুক্তি মেনে চলার আহ্বান জানান।

যদিও পাকিস্তান জামায়াতে ইসলামির সমর্থকরা দেশটিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দূতাবাস ভবন থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া বাংলাদেশ দূতাবাসে তালেবান হামলার হুমকি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এরইমধ্যে দেশটির সরকার দূতাবাস ভবনের সামনে বিপুল পরিমাণ পুলিশ ও রেঞ্জার (সীমান্ত রক্ষী বাহিনী) মোতায়েন করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.