আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের সিরিজ জয়

প্রত্যাশিতভাবেই তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড। সেই সঙ্গে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো কিউইরা। কেন উইলিয়ানসন (৫৬) এবং হামিশ রাডারফোর্ডের (৪৮) ব্যাটের ওপর ভর করেই তৃতীয় টেস্ট জিতলো নিউজিল্যান্ড।

১২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুক্রবার বিনা উইকেটে ছ’রান করে নিউজিল্যান্ড। আর শনিবার ব্যাট করতে নেমে ২ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় কিউইরা।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৬৭ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংস শেষ করে ৩৪৯ রানে। প্রথম ইনিংসে ভাল ব্যাট করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয় স্যামিরা। মাত্র ১০৩ রান করে তারা। তাই সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

সিরিজ হারের পরে ক্যারিবিয়ান অধিনায়ক ডারেন স্যামি বলেছেন, ‘টেস্ট ক্রিকেট খেলে আমরা রীতিমতো শিক্ষা পাচ্ছি। নিউজিল্যান্ড সব বিভাগেই ভাল খেলেছ। যোগ্য দল হিসেবেই ওরা জিতল। ’ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.