আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লি মসনদে এক বছর বয়সী আম আদমি

দিলি্লর মসনদ নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছিল অবশেষে তার অবসান হতে চলল। এ মসনদে বসছে একেবারে নতুন একটি রাজনৈতিক দল। যার বয়স সাকুল্যে এক বছর এক মাসও হয়নি। এ দলের হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। আর শপথ হবে আগামী পরশু বৃহস্পতিবার।

আর এই দিনেই দলটির বয়স হবে এক বছর এক মাস। গত বছর ভারতে দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামেন সমাজকর্মী আন্না হাজারে। অনশন করেন কেন্দ্রীয় সংসদে দুর্নীতিবিরোধী লোকপাল বিলের জন্য। তাতে যোগ দেয় লাখো ভারতী। এ আন্দোলন শুরু হয় মূলত দিলি্লর রামলীলা ময়দানে।

আন্না হাজারের সঙ্গে এ ময়দানে যোগ দেন এক সময়ের চাকুরে অরবিন্দ কেজরিওয়াল। গত বছর অর্থাৎ ২০১২ সালের ২৬ নভেম্বর কেজরিওয়াল নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। যার নাম দেন আম আদমি পার্টি। যার লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। এক বছর পর দিলি্লর বাসিন্দারা কেজরিওয়ালকে সেই সুযোগ দিলেন।

যদিও নির্বাচনে ২৮টি আসন পেয়ে দ্বিতীয় হয়েছে আম আদমি। আর ৩২টি আসন নিয়ে প্রথম হয়েছে বিজেপি। আর গত তিন বছরের ক্ষমতাসীন কংগ্রেস পেয়েছে মাত্র ৬টি আসন। ৭০ আসন-বিশিষ্ট দিলি্লর বিধান সভায় সরকার গঠনের জন্যে প্রয়োজন ৩৬ আসনের। কিন্তু কোনো দলেই সেই আসন পায়নি।

অবশেষে কংগ্রেস ও বাকি দুটি স্বতন্ত্র আসনের প্রার্থীরা সমর্থন দেয় কেজরিওয়ালের আম আদমিকে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে কেজরিওয়াল দিলি্লর লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং-এর সঙ্গে দেখা করে আম আদমি সরকার গঠনে প্রস্তুত বলে জানান। তিনি আগামী পরশু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দিলি্লর সেই রামলীলা ময়দানেই। যেখান থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল। ভারতের রাজনীতির ইতিহাসে দলগঠনের এক বছরের মধ্যে কোনো রাজনৈতিক দলের সরকার গঠন এটা প্রথম।

জানা গেছে, প্রথম থেকেই কোনো দলের সমর্থন নিয়ে সরকার গঠনে রাজি ছিলেন না কেজরিওয়াল। কিন্তু সরকার গঠনের জন্য তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় কংগ্রেস। অবশেষে সরকার গঠনের সিদ্ধান্ত নেয় পার্টি। যদিও দিলি্লতে বিজেপি নেতা হর্ষ বর্ধন মনে করেন, যে কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে আপ সরকার করছে। তারা বেইমানি করেছে।

এনডিটিভি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।