আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্দিকুরের দিল্লি জয়

প্রথম তিন রাউন্ডে এককভাবে শীর্ষে। চতুর্থ রাউন্ডে এসেই পথ হারালেন সিদ্দিকুর। তবে শেষ পর্যন্ত হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা উঠল তার হাতেই। গতকাল দিল্লি গলফ ক্লাবে আসরের শেষ দিনে চতুর্থ রাউন্ড শেষে ১৪ আন্ডার পাড় নিয়ে শিরোপা জয় করেন তিনি। এই জয়ে প্রাইজমানি হিসেবে সিদ্দিকুর পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা)।

২০১০ সালের অগাস্টে ব্রুনাই ওপেন জয়ের পর আরও একবার এশিয়ান ট্যুর শিরোপা জয় করলেন দেশ সেরা এই গলফার।

ইন্ডিয়ান ওপেনের ৫০তম আসরের চতুর্থ রাউন্ডে সিদ্দিকুরকে বেশ লড়াই করতে হয়েছে। তৃতীয় রাউন্ড শেষে চার শট এগিয়ে থাকা সিদ্দিকুর চতুর্থ রাউন্ডে একটা সময় প্রতিপক্ষের সমান্তরালে নেমে আসেন। প্রথম তিন রাউন্ড শেষে তিনি ১৭ আন্ডার পাড় ছিলেন। তবে চতুর্থ রাউন্ডের ১৫ নম্বর হোলে ট্রিপল বোর্গি করায় অনেকটাই পিছিয়ে পড়েন তিনি।

১৬ নম্বর হোলে আবারও বোর্গি করতে হয় তাকে। এর আগে ষষ্ঠ, নবম ও দশম হোলেও শট বেশি খেলেছেন তিনি। ১৬ নম্বর হোলে এসে সিদ্দিকুরকে স্পর্শ করেন ভারতীয় গলফার লাহিড়ি ও চৌরাসিয়া এবং কোরিয়ান গলফার সিউক হিয়ুন। তবে ১৭ নম্বর হোলে অবিশ্বাস্য এক বার্ডি করে আবারও এক শটে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধান আর দূর করতে পারেনি তার প্রতিপক্ষরা।

১৮ নম্বর হোলে মাথা ঠাণ্ডা রেখে নির্ধারিত শটেই পাড় করেন তিনি। সিদ্দিকুর প্রথম ও দ্বিতীয় রাউন্ডে ৬৬ শট করে এবং তৃতীয় রাউন্ডে ৬৭ শটে পাড় করেন। চতুর্থ রাউন্ড পাড়ি দিতে তার প্রয়োজন হয় ৭৫ শট! তবে প্রথম তিন রাউন্ডের ভালো অবস্থানই তাকে শিরোপা এনে দেয়।

মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান ট্যুরের শিরোপা জয় করেছিলেন ২০১০ সালের অগাস্টে ব্রুনাইতে। দিল্লি গলফ ক্লাবে ইন্ডিয়ান ওপেন জয়ের পর সিদ্দিকুর বলেন, 'আমি দারুণ সুখী।

ব্রুনাইয়ে জেতার পর আরেকটি শিরোপা জয়ের জন্য আমাকে লড়াই করতে হয়েছে। আজকের (রবিবার) দিনটিকে দীর্ঘ মনে হয়েছে। তবে আমি জীবনের সেরা গলফ খেলেছি এই সপ্তাহে। সত্যি বলছি, আমি নিজের উপর কোনো চাপ দিইনি। ' সেই সঙ্গে সিদ্দিকুর জানিয়েছেন ব্রুনাই ওপেনের পর তিনি আরও একটি জয়ের জন্য ক্ষুধার্ত ছিলেন।

অবশেষে দিলি্লতে তার সেই ক্ষুধা মিটল।

ভারতের গলফারদের চরম হতাশাই উপহার দিলেন সিদ্দিকুর। অনির্বান লাহিড়ি, চৌরাসিয়া, চেরাগ কুমার কিংবা রশিদ খানরা ধরাশায়ী হয়েছেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফারের কাছে। ইন্ডিয়ান ওপেনে রানার্সআপ হয়েছেন অনির্বান লাহিড়ি। তিনি পাড়ের চেয়ে ১৩ শট কম খেলেছেন।

তার সমান্তরালে আছেন চৌরাসিয়া। তিনিও ১৩ আন্ডার পাড় শট খেলেছেন। এছাড়া ১২ আন্ডার পাড় খেলেছেন কোরিয়ার সিউক হিয়ুন, ভারতের চেরাগ কুমার ও রশিদ খান এবং ফিলিপাইনের অ্যাঞ্জেলো ক্যু।

দিল্লিতে ইন্ডিয়ান ওপেন জয়ে সিদ্দিকুর রহমানের বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোই হলো। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ গলফে খেলতে যাচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ২১-২৪ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে এর আগে নিজেকে আরও একটু ঝালাই করার সুযোগ পাবেন সিদ্দিকুর। আগামী ১৪-১৭ নভেম্বর তিনি মেলবোর্ন মাস্টার্স গলফ টুর্নামেন্টেও অংশ নিবেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.