আমাদের কথা খুঁজে নিন

   

মিলান ডার্বিতে ইন্টারের জয়

এই পতনমুখী গতি রুখবার জন্য এসি মিলানের একটি বিপ্লবের প্রয়োজন। সমালোচকদের এই দাবি এখন আর অস্বীকার করার কোনো উপায়ই থাকল না এসি মিলানের। গত রবিবার মিলান ডার্বিতে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে এসি মিলান। ইন্টারকে জয়সূচক গোল উপহার দেন রদ্রিগো। কাকা-বালোতেলি্লরা চেয়ে চেয়ে দেখলেন দলের পরাজয়! ইন্টার মিলানের মাঠে আরও একবার পরাজয়ের শিকার হলো এসি মিলান।

সিরিএ লিগে মিলান ডার্বিতে টানা পাঁচ ম্যাচে মিলানের বিপক্ষে অপরাজিত থাকল ইন্টার মিলান!

এই পরাজয়ে সিরিএ লিগে পতনমুখী গতিটা এবার দ্রুততর হলো এসি মিলানের। ৯ নম্বর থেকে নেমে ১৩ নম্বরে! ১৭ ম্যাচে এসি মিলানের সংগ্রহ ১৯ পয়েন্ট! ভালো অবস্থানে নেই ইন্টার মিলানও। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ইন্টারের অবস্থান পাঁচ নম্বরে। এই জয়ে মিলান ডার্বিতে জয়ের পরিসংখ্যানে আরও একটু এগিয়ে গেল ইন্টার মিলান। সিরিএ লিগে ১৫৮ বারের সাক্ষাতে ৫৯ জয় ইন্টার মিলানের।

বিপরীতে এসি মিলানের জয় ৪৯টি।

ইন্টার ও এসি মিলানের এই পতনের যুগে জুভেন্টাস কাটাচ্ছে দারুণ সময়। টানা তৃতীয় সিরিএ লিগ জয়ের পথে এগিয়ে চলেছে তারা। গত রবিবার আটলান্টাকে ৪-১ গোলে উড়িয়েই দিয়েছে জুভেন্টাস। তেভেজ ছাড়াও এই ম্যাচে গোল করেছেন পাউলো, লরেন্ট এবং ভিডাল।

১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে জুভেন্টাস সিরিএ লিগের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোমা। পাঁচ পয়েন্টে এগিয়ে থেকেই বছর শেষ করল জুভরা। রোমা গত রবিবার ৪-০ গোলে হারিয়েছে ক্যাটানিয়াকে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে টটেনহ্যাম।

গত রবিবার তারা সাউদ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে। এই জয়ে টটেনহ্যাম ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে সপ্তমে অবস্থান করছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.