আমাদের কথা খুঁজে নিন

   

পেশাদার লিগের পর্দা উঠছে আজ

দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে অনেকেই সন্ধিহান। কিন্তু ঘরোয়া আসরগুলো চলছে সুষুমভাবে। টানা অবরোধের মধ্যেও ফুটবল মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপ শেষ হয়েছে। সংশয় ছিল লিগ শুরু নিয়ে, কেননা ফেডারেশন কাপের তুলনায় লিগের উত্তেজনা তুঙ্গে থাকে। দেশের ফুটবলে সেরা আসর বলে লিগে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। আর এতেই হট্টগোলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে বড় বড় দলের খেলাতে আলাদাভাবে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে ফুটবল মাঠে পুলিশ পাওয়া মুশকিল বলেই সংশয় ছিল তাই এ সময়ে লিগ শুরু করা যাবে কিনা। না, ফুটবল ফেডারেশন আর বসে থাকেনি। দ্রুত শেষ করতে আজ থেকে পেশাদার অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নবাগত উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে। ২০০৭ সালে শুরু হওয়ার পর পেশাদার লিগে এটি হবে সপ্তম আসর। দলের সংখ্যা দশে সীমাবদ্ধ থাকলেও এবারে লিগে নতুনত্ব হচ্ছে প্রথমবারের মতো তিন রাউন্ডের লিগ। এমনিতেই দুই রাউন্ডের লিগ শেষ করতে বাফুফেকে হিমশিম খেতে হয়। এবার এক রাউন্ড বাড়াতে কতদিন চলবে সেটাই প্রশ্ন। এ ব্যাপারে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, প্রতিকূলতার অবস্থায় না পড়লে আমরা চাচ্ছি বিরতিহীনভাবে লিগ শেষ করতে। সুতরাং সময় বেশি লাগবে বলে আমার মনে হয় না। প্রতিবারই লিগে স্পন্সর থাকলেও এবার কো-স্পন্সর পাওয়া গেলেও এখনো স্পন্সর যোগাড় হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আশা করছেন কিছুদিনের মধ্যে স্পন্সর মিলবে।

১৯৪৮ সাল থেকে শুরু হওয়ার পর লিগে সর্বোচ্চ শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের। কিন্তু পেশাদার লিগ চালু হওয়ার পর ঢাকা আবাহনীকে সবচেয়ে সফল বলা যায়। কেননা হ্যাটট্রিকসহ সর্বোচ্চ লিগ জেতার কৃতিত্ব রয়েছে তাদের। শেখ জামাল ও শেখ রাসেল একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। কথা হচ্ছে এবারে লিগ জেতার সম্ভাবনা কার? শক্তির বিচার করলে এ ক্ষেত্রে শেখ জামালের নাম আগেই উচ্চারিত হবে। কি লোকাল বা বিদেশি সব মিলিয়ে শেখ জামাল এতটা ব্যালেন্সড যে অন্য কারোর সঙ্গে তুলনা চলে না।

ফেডারেশন কাপ জিতে ইতোমধ্যে তারা শক্তির পরিচয় দিয়েছে। তবে দল হিসেবে যতই শক্তিশালী থাকুক না কেন লিগ যে পাবেই তা নিশ্চিত করে বলা যায় না। অতীতেও শক্তিশালী হয়েও লিগে ভরাডুবির ঘটনা ঘটেছে। লম্বা হয় বলে এখানে কখন অঘটন ঘটে যায় বলা মুশকিল। কিন্তু সনি নর্দে, মামুনুলরা যদি তাদের নৈপুণ্য শতভাগ তুলে ধরতে পারে তাহলে লিগে হারানো ট্রফি উদ্ধার করাটা তাদের পক্ষে খুব একটা কষ্টকর হবে বলে মনে হয় না। শেখ জামালের পরই ঢাকা মোহামেডানের নাম আসবে। অনেকদিন পর তারা শক্তিশালী দল গড়েছে। অন্যদিকে ঢাকা আবাহনী, শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা শিরোপার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এবার লিগটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.