আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকা কেন বড় লোক ? ধনী দেশ ?

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

ছোট কালে একটা ধারণা ছিল যারা যত বেশী রফতানী করে, তারা তত ধনী দেশ । কথাটা ঠিক । তবে যতই দিন যাচ্ছে, দেখা যাচ্ছে আমেরিকা ( মার্কিন যুক্তরাষ্ট্র ) আমদানীবেশী থেকে বেশী করছে, এরপরও তারা ধনী ।

আগে কম্পিউটার + সফটওয়ার বেচত , এখন নিজেরাই এগুলো চীন - তাইওয়ান - ভারত - কোরিয়া থেকে নেয় । কম্পিউটারের বাক্সটা খুলে দেলহলে দেখা যায় আস্তা কম্পিউটারের পার্টস পাতি সব চীন - তাইওয়ান - কোরিয়া - মালয়েশিয়া - সিংগাপুর - হংকং এসব দেশের । এরপরও শালারা বড় লোক ! কেন?

তেন কিনে, গারমেন্টস কিনে, কম্পিউটার কিনে, জাপান থেকে গাড়ী কিনে ( নিজেদেরও আছে - এরপরও জাপানী গাড়ীর চাহিদা ওদেশে দিন দিন বেড়েই চলছে!) সবই তো কিনে! তাইলে ওরা এত ধনী কেন ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।