আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকা কেন বড় লোক ? ধনী দেশ ? পর্ব : ২

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

আগের পর্বে শুধু কিছু প্রশ্ন ছিল, চিন্তার খোড়াক যোগাবার জন্য । আর মন্তব্যে তথ্য -লিন্ক ছিল। অর্থনীতির কিছু মৌলিক পরিমাপ ও পরিচিতি নিয়ে । কোন উত্তর সমাধান বা বিশ্লেষণ ছিল না ।

এপর্বে বিশ্লষণে যেতে চাইছি ।

বুঝা যায় এমন একটা বিশ্লষণ চাইছি । "আমেরিকা কেন বড় লোক ? ধনী দেশ ? " ১২০০০ মাইলে দূরের দেশ নিয়ে এত কিছু বিঝাবুঝির আগে চলেন বাড়ির কাছের ঢাকা শহর নিয়ে ভাবি।

ঢাকার লোকজন এত বড় লোক কেন ? ধনী কেন ?

বলতে পারেন ঢাকার লোকেরা বড় বড় কাজ কাম করে ধনী । না ভাই কাজ কাম ছাড়াও অনেক ধনী আছে ! কেমনে ? কেন বাড়িওয়ালায়া ? ২/৪ কাঠা জমির মালিকরা ? কিছু না করেই তারা ধনী !

বাজারের বড় বড় মাছ খায়, দামী চিকন চালের ভাত খায়, ভাল ভাল ফল ফ্রুট খায় ! কেমনে ? জমি তো গ্রামের গরীব চাষীরও ছিল, সেতো এত খাটি খাট না করেও ঠিক মত খেতে পায় না !

আসলে ধনী ঢাকাই এর লোকগুলোকে ধনী করেছে, আর ধনী লোকগুলোই ঢাকাকে ধনী করেছে! আমেরিকার অবস্হাও তাই !

আগের পোষ্টে অর্থনীতি পরিমাপের একটা বিষয় ছিল মানব সৃষ্ট হেরিটেজ ( ঐতিহ্য) ..মানে ? মানে হচ্ছে একই পরিমাপের ২ কাঠা জমি, ঢাকায় ধাম বেশী, দিনাজপুর থেকে ১০০০ গুন ! কেমনে হল ? মানব সৃষ্ট । ঐতিয্য গত ভাবে ঢাকার জমির দাম বেশী,
আর দাম বাড়ছেও, সবচয়ে বেশী হারে বাড়ছে, আর এটা ঢাকাকে ঢাকার লোকদের বড়লোক বানাচ্ছে ।

এটা মানব সৃষ্ট হেরিটেজ !
ঐতিহ্য !

এটা হয় কি ভাবে ?

এখানেই খেলা ! শুরুতে কোন ভাবে ঢাকায় কিছু লোক ব্যবসা বানিজ্য করে নগর পত্তন করে । এরপর চাকুরী - ব্যবসার সুবিধার জন্য আরো লোক আসত থাকে, আর জমির দাম বাড়তে থাকে । আর ঠিক তখনই বেশ কিছু লোক কিছু না করেই বড় লোক হয়ে যায় !

ইকোনোমীর-ও একটা পরিমাপ ল্যান্ড ইনডেক্স । অর্থাৎ সারা দেশের জমির দাম কত ? বা পুরা শহরের জমির দাম কত ? আরো কিছু উপাদাণের সাথে এ দিয়েও নির্ধারিত হবে সে দেশ বা শহর কতটা ধনী। বা তাদের মোট সম্পদ কত, ইত্যাদী ।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।