আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকা আমার আমেরিকা:



(মনের কথা কোন বিতর্ক সৃস্টির জন্য নয়) আমার চোখে একটি বিজয়ী জাতি আমেরিকা। খালি জিতে খালি জিতে খালি জিতে। বঙ্গবন্ধু কেন ৭ ই মার্চ স্বাধীনতার জন্য এই আন্দোলন বললেন। তিনি কি ভারত বা রাশিয়ার কাছ কোন সাহায্যের আশ্বাস পেয়েছিলেন? এর আগে তো স্বায়ত্ত্বশাসনের জন্য আন্দোলন হচ্ছিল বলে জানতাম। ৭১ সালে রাশিয়া প্রথম বারের মত আমেরিকার থেকে সামরিক ভাবে বেশী শক্তিশালী হয়ে পড়ে।

রাশিয়ার শত শত মিসাইল আক্রমনের ব্যবস্থা থেকে আমেরিকার প্রতিরক্ষার কোন ব্যবস্থা ছিল না। এবং রাশিয়ার রাডার ডিফেন্স শক্তিশালী ছিল তাই আমেরিকা এর পাল্টা ব্যবস্থা হিসাবে বি ৫২ বা এফ ১ ২ না কি নাম সেই স্টেলথ বিমান প্রজেক্ট হাতে নেয় যাতে রাশিয়ার রাডার ব্যবস্থাকে ফাকি দিয়ে হামলা চালানো যায়। এবং শব্দের চেয় তিন গুন গতির স্টেলথ বিমান ও সে জন্য বানানো হয়েছিল, যেগুলো এখন গ্রাউন্ডেড করা হয়েছে। মোদ্দা কথা রাশিয়া তখন ছিল শেষ্ঠ সুপার পাওয়ার এবং আমেরিকা তা জানত। তা হলে পাকিস্থান কিভাবে ২৫ শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালাল, কার ইশারায়, আমেরিকা কি পাকিস্থানকে ভুল পথে চালিত করেছিল না কি পাকিস্থানী সামরিক জান্তা একটা ভুল করেছিল যেমনটা করেছে সাদ্দাম হোসেন নিজের ক্ষমতা বুঝতে পারে নাই।

আমেরিকা তখন যে কত দূর এগিয়ে গিয়েছে রাশিয়া থেকে সেটা বুঝতে পারে নাই। যেমনটা বুঝতে পারে নাই পাকিস্থানী সামরিক জান্তা যে তাদের দোসর আমরেরিকার থেকে রাশিয়া তখন এগিয়ে। মিগ ২১ তখন পৃথিবীর অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং তা ভারতের কাছে ছিল ভুরি ভুরি। পরে আমেরিকা যুদ্ধে যোগ দেয় নাই রাশিয়ার ভয়ে। যুদ্ধে হারা তো হারা, মানুষ মাইরা যুদ্ধে হারলে তো কোন লাভ নাই, ৩০ লক্ষ্য লোক ঠিকই মারছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঠেকাইতে পারে নাই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।