আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত বিকেল হয়তো একেই বলে ! আর দিনের শেষ ভাগের এই রংটাই বুঝি গোধুলী !

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর মত দু চোখ দিয়ে ঠিকরে বেরোয় জীবনের প্রতি অথবা জন্মানোয় প্রবল ঘৃনা

দিনের শেষ অংশ টা হয়তো খুব দ্রুতই ফুরিয়ে যায় !
পড়ন্ত বিকেল হয়তো একেই বলে !
আর দিনের শেষ ভাগের এই রংটাই বুঝি গোধুলী !
ছাদে বসে গাঢ়ো কমলা রঙ এর অস্তায়মান সূর্য টা দেখছিলাম ।
মনে হচ্ছে সূর্য্যি মামা বুড়িয়ে গেছে , তাকিয়ে আছি অবলিলায় । চোখে বিন্দু মাত্র আঁচ লাগছে না ।
কিছুক্ষন তাকিয়ে থেকে তার সৌন্দর্য অবলোকন করলাম ।
কি জানি ! হয়তো সত্যিই সুন্দর প্রকৃতির এই দিন রাতের সন্ধ্যিক্ষন ।


আমার মত পাথুরে হৃদয়ের মানুষের পক্ষে তা খুজে পাওয়া রিতিমত দুঃসাধ্য কাজ ।
কিছুক্ষন তাকিয়ে থেকে চোখ ঘুরিয়ে মনযোগ দিলাম এক ঝাক ঘরে ফেরায় ব্যাস্ত পাখিদের দিকে ।
উড়ে চলেছে নিজ গন্তব্যে !
কি ছকে বাঁধা নিয়ম ওদের !
ভোর হতেই জেগে ওঠা , খাবার এর খোজে বেরিয়ে পরা , সারা দিনের সমস্ত কাজ সাঝ বেলার আগেই শেষ করে ঘরে ফেরা ।
সত্যিই হয়তো সুন্দর ।
কিছুক্ষন পর সূর্য্যি মামার দিকে তাকিয়ে দেখি সে কয়েক মিনিটের ব্যাবধানে অনেকটা দূরে চলে গেছে !
এইতো !
কিছু খন আগেই ঐ মরা বেল গাছটার মাথার উপর ছিলো ,আর এখন নেমে গেছে অনেক নিচে ।


সূর্য্য কে প্রশ্ন করতে ইচ্ছে করলো তোর কি বড্ড তাড়া !
নাকি সারাদিন ঠায় দাড়িয়ে তুই ক্লান্ত !
ধীরে ধীরে সূর্য টা বেলগাছ টার অপাসে বড় বড় গাছে আড়ালে হারিয়ে গেল ।
তখনও হয়তো সে ডুবে যায় নি ।
তার শেষ শক্তিটুকু দিয়ে দিনটাকে আলোকিত করে রাখার চেষ্টা করে গেল ।
মনে হচ্ছে আকাশ যেখানে মাটি ছুয়েছে ! সেখান কেউ কমলা রং ঢেলে দিয়েছে ।
বেচারা ক্লান্ত সূর্য টা অবশেষে আঁধারের মাঝে হারিয়ে যেতেই বাধ্য হলো হয়তো !
রাত্রী তার মহিমায় গোটা শহরে ঢেলে দিলো নিকোষ কাল ।


তখন শহুরে নিয়ন আর সোডিয়াম আলোয় আলোকিত !
তবু রাত্রি কে হারাতে পারেনি সে নানা রং এর আলো . . . . . . . . . . . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।