আমাদের কথা খুঁজে নিন

   

কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছে কি?

ধন্যবাদ আবার আসবেন , আর যাবার সময় দয়া করে দরজাটা ভিড়িয়ে দিয়ে যাবেন, বর্তমান যুগের বেহায়া রঙিন আলো আমার সহ্য হয় না .....

Give me blood and I Promise you freedom -- Subhas Chandra Bose. রক্ত ছাড়া নাকি স্বাধীনতা আসে না। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রই যুদ্ধ করে অথবা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ১৯৭১ সালে আমাদের অর্জিত যে স্বাধীনতা তা কয়েক বছর অন্তর অন্তর নবায়ন করতে হয় যা অন্য দেশের ক্ষেত্রে না ঘটলেও আমাদের স্বকীয় বৈশিষ্ট্য। এদেশে এক দল মুক্তিযুদ্ধের চেতনার নাম ভাঙিয়ে রাজনীতি করে , এক দল ধর্মের না ভাঙিয়ে রাজনীতি করে আর বাকিরা এদিকের-ওদিকের নীতি টানাটানির মাধ্যমে রাজনীতি করে।

আর সব দলের মূল চিন্তাধারায় জনগণ অবহেলিত। ব্যক্তিস্বার্থে যারা রাজনীতি করে তারা গীতার মর্ম ও বোঝে না আবার সীতার ধর্মও বোঝে না। গণতন্ত্র , সংবিধান এসব তারা নিজেদের উপরে উঠার সিড়ি হিসেবে ব্যবহার করে। আর এই পথ সুগম করে দেই আমরা , জনগণ। যে দেশের মোট জনগনের একটা বৃহৎ অংশ কেবল নিছক আবেগের বশে বা কারো দ্বারা প্ররোচিত হয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে সে দেশে আর যাই হোক অন্তত গণতন্ত্রের সুফল আসবে না।

ভাবতেই হাসি পায় যে এই গণতন্ত্র রক্ষার নিমিত্তে গতকাল এক মন্ত্রী ইট ভাঙ্গার মত প্রকল্প ক্ষণিকের জন্য হাতে নিয়েছিলেন ! অন্য দিকে সরকার বালুর ট্রাক দিয়ে রাস্তা অবরোধের মত পরিকল্পনাও গ্রহন করেছিল ! যা হোক এই সব নীচতা ঢের ঢের প্রতিনিয়ত লক্ষ্যণীয়। কেউ কেউ মনে করেন যে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ এসব হতে দিলে কেবল জান মালের ক্ষতিই হবে। তো তাদের বক্তব্যটা অনেকটা আমাদের এক মন্ত্রীর মতই শোনায় যে ক্ষমতায় গেলে সম্পত্তি এমনিতেই কিছুটা বাড়ে। তাহলে তো বর্তমান পরিস্থিতিতে কোনো বিরোধিতা করাই অনুচিত (বর্তমানে কিছু নির্ভীক নেতা গ্রেফতার এড়াবার জন্য অজ্ঞাতবাস থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে )। আবার অন্যদিকে সরকার দেশের সার্বভৌমত্ব ক্ষমতা ব্যবহার করে আমাদের কে গণতন্ত্রের নতুন নতুন সংজ্ঞা উপহার দিবেন।

যে হারে সরকার বিরোধী দলের নেতাদেরকে শ্রীঘরে আমন্ত্রণ জানাচ্ছে তাতে মনে হয়না যে অদূর ভবিষ্যতে কোনো কর্মক্ষম বিরোধী দলের অস্তিত্ব থাকবে। এদিক থেকে মনে হয় যে আমরা রাজতন্ত্রের (পরিবারতন্ত্র) কাছাকাছি চলে আসতে পারব। সকল ক্ষমতার উৎস জনগণ যদি কোনভাবে এই সরকার উচ্ছেদ করতে পারে এবং অতপর পরবর্তী সরকার যে সেই একই পথ অবলম্বন করবে না তার কোনো নিশ্চয়তা নেই।


এদেশের রেল ব্যবস্থা পর্যবেকক্ষণ পূর্বক এক বিদেশী মন্তব্য করেছিল , 'God must exist'. তাই অবশেষে আল্লাহর দরবারে হাত তোলা ছাড়া আর কিছুই পাচ্ছিনা। একজন যোগ্য পুরুষ শাসক চাই, নেতা নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.