আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগের উচিত বি,এন,পির মত শয়তানি বুদ্ধি করে নির্বাচন বয়কট করা।

i love somewhere blog.

বি,এন,পি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার পেচনে জামাত শিবিরের সন্ত্রাসী ছাড়া এখনো জোরালো কোন নৈতিক যুক্তি দেখাতে পারেনি, অনেকটা নিজের ইচ্ছায় শখকরে ইচ্ছকৃত ভাবে জামাত শিবিরকে খুশি করতে নির্বাচন বয়কট করলো বি,এন,পি।

কিছু কিছু মানুষ আছে অন্যের শুভ যাত্রা ভঙ্গ করতে নিজে নিজের নাক কেটে পেলেন, কিন্তু চিন্তা করেনা তার সৌন্দর্য মুখটা বিশ্র হয়ে গেল। আবার কোন কোন সময় দেখি চলচিত্র নায়িকা তার নিজের পোষাক নিজে নিজে খুলে উলঙ্গ হয়ে অন্যপুরুষের চরিত্রকে কলঙ্কিত করতে,

বি,এন,পি তাই করলো, সংবিধান, আইন, বিচারক, আদালত, কোন কিছুর কথাই বিন্দুমাত্র চিন্তা বা তোয়াক্কা করেনি, বি,এন,পি,
কথায় কথায় শুধু একটাই ডাইলগ - নির্বাচনে যাব না, নির্বাচনে যা না।

কারণ বি,এন,পি ভাল করে জানতো। যদি বি,এন,পি নির্বাচনে না যায়, সেই ক্ষেত্রে নির্বাচন প্রশ্ন বিন্ধ হবে।

সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলো বি,এন,পি। আওয়ামীলীগকে বিপদে আর বেকায়দায় ফেলতে বি,এন,পি নিজের পায়ে নিজে কুড়াল মারলো।

খুবই হাসি পেয়েছিল , যখন বি,এন,পি নেত্রী তত্ত্ববধায় সরকারের ফর্মুলা দিয়েছিলেন, ১৯৯৬ আর ২০০১ এর তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টাদের নিয়ে ২০১৪ নির্বাচনের তত্ত্বধায় সরকার গঠন করা।

বি,এন,পি নেত্রী আসলে জেনে শুনে ইচ্ছকৃত ভাবে এই ফমুর্ল দিয়েছেন, কারণ সেই ফর্মুলা আওয়ামীলীগ জীবনেও পুরণ করতে পারবেনা, কারণ সেই ১৯৯৬ আর ২০০১ তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টরা অনেকে মৃত্যু বরণ করেছে , যারা বেচে আছে তাদের বেশীর ভাগ অসুস্থ, এতে সুম্পষ্ট হয়ে যায় বি,এন,পি র্টাগেট ছিল কোন রকম নির্বাচন বয়কট করা। অবশেষে তাই হল।



আরেকটি বিষয় লক্ষ করুন, বি,এন,পি হামেশায় একটি কথা বলে আসতেছে , তত্ত্ববধায়ক সরকার চাই, কিন্তু এখনো সুস্পষ্ট ভাবে কাকে তত্ত্ববয়াক সরকারের প্রধান উপদেষ্ট হিসাবে বি,এন,পি চায় তার নাম বা ফর্মুলা এখনো দেননি।
যদি সেই পুরনো আইনে ফিরে যায় সেই ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে তত্ববধায় সরকারের প্রধান উপদেষ্টা হবেন বিচারপতি খাইরুল হক। এখন প্রশ্ন বি,এন,পি কি খাইরুল হককে প্রধান উপদেষ্ট হিসাবে মেনে নিবেন?

এখন আওয়ামীলীগ যদি ইচ্ছ করে তারা বি,এন,পির মত একটি শয়তানি বুদ্ধি করতে পারেন।

শয়তানি ফর্মুলাটি হল
আগামীতে বি,এন,পির শর্তনুসারে ও বি,এন,পির কথা মত তত্ত্ববয়াক সরকারের প্রধানের হাতে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা হতে সরে যাওয়া, তারপর ঐ উপদেষ্টার উপর কঠিন কঠিন অবাস্তব আর আজগুবি কিছু শর্ত জুড়ে দেওয়া, এবং বলে দেওয়া উচিত যদি তত্ত্বধায়ক সরকার আওয়ামীলীগের শর্তগুলো পুরনে ব্যার্থ হয় , তাহলে আওয়ামীলীগ নির্বাচন বয়কট করবে, তখন দেখা যাবে খেলাটি কেমন হয়,আর তখন দেখা যাবে বি,এন,পি কিভাবে নির্বাচন করেন, আর কি ভাবে দেশ পরিচালনা করেন।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.