আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগের ভারত প্রেমের দুই বছর..........



গত দুই বছর দিল্লিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এ সময়ে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যই ছিল যে কোনো কিছুর বিনিময়ে দিল্লিকে তুষ্ট রাখা। আর এটা করতে গিয়ে ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছে বর্তমান সরকার। এটাই আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতা। প্রতিদানে কিছুই পায়নি সরকার।

অবশ্য পায়নি বললে ভুল হবে। বাংলাদেশ পেয়েছে অনেককিছু । ১.সীমান্তে অনেক বেশি বাংলাদেশীর লাশ ২.বিএসএফের হাতে নিহত হয়েছে ১৭০ নিরীহ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশু। ৩.দিল্লিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির কারণে অন্য প্রতিবেশী দেশসহ বাকি বিশ্ব থেকে দিন দিনই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বাংলাদেশ। ৪.সৌদি আরবসহ ২৫টি দেশে জনশক্তি রফতানি বন্ধ হয়েছে।

৫.বাংলাদেশের প্রতি চীনের আস্থাহীনতা ৬. পররাষ্ট্রমন্ত্রীর ৬৮ বার বিদেশ সফর ৭.শেখ হাসিনা গত দুই বছরে ২১ বার বিদেশ সফর করেছেন। এসব সফরে বিদেশের মাটিতে তিনি কাটিয়েছেন ১০১ দিন। ৮.ভারতের প্রস্তাব অনুযায়ী সন্ত্রাস দমন চুক্তি সই । চুক্তি সইয়ের মাধ্যমে সেভেন সিস্টারের বিদ্রোহ দমনে বাংলাদেশকে সহযোগী শক্তি হিসেবে পেয়েছে ভারত। ৯.গত এক বছরে প্রায় অর্ধশত উলফা নেতাকে ভারতের হাতে হস্তাস্তর করেছে বাংলাদেশ।

১০.ট্রানজিট প্রদান। ভারতকে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার, আশুগঞ্জ বন্দরকে পোর্ট অব কল হিসেবে ব্যবহারের অনুমতি। ১১. ১ বিলিয়ন ডলারের ঋণ ও তার বোঝা। ১২ . তিস্তাসহ অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান, সীমান্ত চিহ্নিতকরণ, বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, ছিটমহল হস্তান্তর, সমুদ্রসীমা নির্ধারণসহ বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যাপারে ভারতের কাছ থেকে মৌখিক আশ্বাস ১৩. বিনা টেন্ডারে ২৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব ভারতের কাছে হস্তান্তর। ১৪. ভারতকে সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য অনুমতি প্রদান।

১৫. সমুদ্রসীমা নির্ধারণে সময়ক্ষেপন। আরও আরও অনেক ফিরিস্তি দেয়া যায়। আওয়ামীলীগের ভারতপ্রেমের অনেক ফিরিস্তি। অামরা আশা করি আগামী তিন বছরে এই প্রেম গভীর হবে। এত হভীর যে সেই জোয়ারে আমাদের সব দুঃখ কষ্ট ভেসে যাবে।

আবার আমরা ভারতকে ক্ষমতায় নিয়ে আসব এই প্রেমকে অমর করে রাখার জন্যে। কি আপনাদের কি মনে হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.