আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সমাজের রীতিনীতি বা কুসংস্ক্রিতি

ja likar4 agei likesi

আমাদের জন্মের পর থেকেই আমরা একটা নির্দিষ্ট সমাজের মধ্যে বাস করতে হয়। আর এই সমাজের রীতিনীতি কিছু আছে যা আমাদের মেনে চলতে হয় । এগুলোকে আমরা সমাজের রীতিনীতি না বলে কুসংস্ক্রিতি বলাই ভাল। বলাই বাহুল্য এই রীতিনীতি পালন করতে আমাদের বাবা মা অগ্রণী ভুমিকা পালন করেন। কিছু উদাহরণের মাধ্যমে দেখা যাক।


আমরা ছোটবেলা থেকে শুনে বড় হই জ্ঞ্যান অর্জন দুনিয়ার সব থেকে বড় জিনিস । আসা যাক এর কথায় । জ্ঞ্যান অর্জন করানোর জন্য আমাদের বাবা মা এতই আগ্রহী যে উনারা একটা ছাত্র বা ছাত্রীকে জিজ্ঞেস এ করেন না ওরা কি পরতে আগ্রহী । যদি কোনও কিছু খুলে টুলে যদি নষ্ট করে ফেলে তাহলে ত আর হইছেই কাজ। এখনও অধিকাংশ পরিবার ছাত্র বা ছাত্রীকে জোর করে বিজ্ঞানে ভর্তি করেন।

অথচ ওদেরকে জিজ্ঞাস করা হয় না তারা কিসে আগ্রহী। ভর্তি পরিক্ষার কথা আর না হয় নাই বললাম। একজন ছাত্র বা ছাত্রী কতটুকু জানে তার থেকে উনাদের কাছে মানে সমাজের কাছে প্রয়োজন তার রেজাল্ট কি। যখন কোনও স্যার বলেন যে অ যতটুকু জানার ততটুকু জানে না বা অর ওইরকম জ্ঞ্যান নেই তখন উনাদের মাথায় আকাশ ভেঙ্গে পরে তখন উনাদের মত ওদেরকে ত সব এ দেওয়া হচ্ছে তাহলে পারছেনা কেন। তখন সব দোষ স্যারদের ঠিকমত পরান না।

এখন দেখা যাক উনাদের মতামত কি। উনাদের মতামত হচ্ছে উনারা যা করেন তা আমাদের ভালর জন্য করেন। ভাল বলতে আসলে উনারা কি বুজাতে চাচ্ছেন দেখা যাক। উনারা আমাদের ভবিষ্যতে ভাল চাকরি পাওয়ার জন্য এবং ভাল রুজগার করার জন্য এই কাজ করে থাকেন। তার মানে উনারা আমাদের বিক্রি করে অর্থাৎ আমাদের বিবেক এবং মানসিকতা বিক্রি করে টাকা রুজির পথ দেখাচ্ছেন যা আমাদের জন্য ভাল বলতেছেন উনারা।

অথচ এখানে আমাদের এচ্ছাতার কুন প্রাধান্যই থাকে না। এখন আসা যাক একেবারে প্রথম কথায় জ্ঞ্যান অর্জন না ছাই উনারা ত বিবেক বিক্রিই করে দিছেন বাকি শুধু একটু ধুলাই দেওয়া। এই হচ্ছে আমাদের জ্ঞ্যান অর্জন।
এখন আসা যাক আরেকটা প্রেক্ষাপটে , যা আমাদের জীবনের মোড় পরিবর্তন করে দেয়। সে জিনিসটা হল বিয়ে।

আমাদের ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় অপরিচিত কার সাথে কথা বলবে না কার সাথে চলাফেরা করবে না। যদি এই জিনিস উনাদের কারো চুখের সামনে ঘটে তাহলে ত আতে ঘা হয়ে যায় হয় ওই সন্তানটাকে বেদম প্রহার করা হয় অথবা প্রচণ্ড শাসানো হয়। আবার উনারা বলেন ভিন্য পরিবেশে কখন একা যাবে না। অথচ উনারা আমাদের বিয়ে যখন ঠিক করেন তখন এমন কারো সাথে করেন জাকে আমরা জীবনেও দেখি নাই জানি না চিনি্ না । এবং ভিন্য পরিবেশের কথা আর না বলাই ভাল।

তাহলে কুথায় গেল ওনাদের এই শিক্ষা জিনিসগুলা আমায় চিন্তায় ফেলে দেয়। তাহলে কি সমাজের রীতিনীতি পরিবর্তনশীল সূত্র মেণে চলে নাকি চিন্তার বিষয়।
এরকম আর উদাহরন দেওয়া যায়। তাই সমাজের কাছে আমার আকুল নিবেদন দয়া করে আমাদেরকে আর যাঁতার যাঁতাকলে পিস্ত করবেন না। আমরা মুক্তি চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.