আমাদের কথা খুঁজে নিন

   

মঞ্জু পাচ্ছেন পরিবেশ, আনিসুল আইনে

তার সঙ্গে হাসিনার ১৯৯৬ সালের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম পেতে যাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ নেয়ার পর দপ্তর বণ্টনের গেজেট প্রকাশের কাজ চলছে। এর মধ্যেই দায়িত্বশীল একটি সূত্র নতুন কয়েকজন মন্ত্রীর দপ্তর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

প্রবীণ নেতা আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয় পেতে যাচ্ছেন।

তোফায়েল আহমেদ পাচ্ছেন আগের মতোই বাণিজ্য মন্ত্রণালয়। তাদের সঙ্গে ‘৯৬ সালের সরকারে থাকা আসাদুজ্জামান নুর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

১৯৯৬ সালের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

ময়মনসিংহের প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মতিউর রহমান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ পাচ্ছেন তার এখনকার দপ্তর পানিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রীদের মধ্যে যারা গত সরকারে ছিলেন, তারা অধিকাংশই আগের মন্ত্রণালয়েই থাকছেন। আবুল মাল আবদুল মুহিত অর্থ, মতিয়া চৌধুরী কৃষি, সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা, ওবায়দুল কাদের যোগাযোগ, মুজিবুল হক রেল, শাজাহান খান নৌ পরিবহন মন্ত্রণালয়েই থাকছেন।

গত সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। আর আগের আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম খাদ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হচ্ছেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু আগের মতোই তথ্য মন্ত্রণালয়ে থাকছেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে জাতীয় পার্টির মো. মুজিবুল হক চুন্নু শ্রম মন্ত্রণালয় পেতে যাচ্ছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন মন্ত্রিসভায় নতুন মুখ রাজশাহীর শাহরিয়ার আলম। মেহের আফরোজ চুমকি আগের মতোই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.