আমাদের কথা খুঁজে নিন

   

আবাহনীর ‘গুরুত্বপূর্ণ’ জয়

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম হারের তেতো স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই গোল করে আবাহনীর জয়ের নায়ক ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিম।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আবাহনী।

৪৬ মিনিটে স্বদেশের স্ট্রাইকার ওসই মরিসনের ক্রস থেকে চমৎকার হেডে বল জালে পাঠান ইব্রাহিম (১-০)।

৭৮ মিনিটে সমতা ফেরায় মুক্তিযোদ্ধা। জাহেদ পারভেজ চৌধুরীর কর্নার থেকে প্রথমে হেড করেন নাইজেরিয়ার এলিটা কিংসলে। বল শূন্যে থাকা অবস্থাতেই আবার হেড করে জালে পাঠিয়ে দেন আরেক নাইজেরীয় এলিটা বেঞ্জামিন (১-১)।

তবে সমতা ফেরানোর আনন্দ তিন মিনিটের বেশি উপভোগ করতে পারেনি মৌসুম-সূচক ফেডারেশন কাপের রানার্স-আপ মুক্তিযোদ্ধা।



৮১ মিনিটে আবার এগিয়ে যায় আবাহনী। এই গোলের জন্মও মরিসন-ইব্রাহিম ‘কম্বিনেশনে’। মরিসনের পাস থেকে ইব্রাহিমের ডান পায়ের জোরালো শট মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি (২-১)।

৮৯ মিনিটে আবাহনীর জয় নিশ্চিত করা গোলটি মরিসনের। মিডফিল্ডার জামাল হোসেনের বাড়ানো বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতো শটে বল জালে পাঠান তিনি (৩-১)।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।