আমাদের কথা খুঁজে নিন

   

লোকসভা নির্বাচন ১৬ এপ্রিল, ফল ঘোষণা ১৬ মে

আগামী এপ্রিল মাসেই হতে পারে লোকসভা নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। কমিশনসূত্রের খবর অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত চলবে পাঁচ দফার ভোট।

আর ভোটের ফল ঘোষণা করা হবে ১৬ মে।

মার্চ মাসের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে কমিশন। তবে কত তারিখে এই দিন ঘোষণা করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

সামগ্রিকভাবে মনে করা হচ্ছে ১ জুনের মধ্যে নতুন সরকারের শপথগ্রহণ সম্পন্ন হবে। জানা গেছে, ১৬ এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ হবে। ভোট হবে ১২৪টি আসনে।

দ্বিতীয় দফার ভোট হতে পারে ২২ অথবা ২৩ এপ্রিলে। দ্বিতীয় দফায় নির্বাচন হতে পারে ১৪১টি আসনে। তৃতীয় দফায় ১০৭টি আসনের নির্বাচনের জন্য দিন আপাতত ধার্য হয়েছে ৩০ এপ্রিল। চতু সম্ভাবনা রয়েছে। চতুর্থ ও পঞ্চন দফায় যথাক্র্থ ও পঞ্চম দফায় ৭ ও ১৩ মে নির্বাচন হওয়াররমে ৮৫ ও ৮৬টি আসনের জন্য নির্বাচন হবে।

কমিশনের এই সূচি বহাল থাকলে আগামী ১ জুনের মধ্যে নতুন সরকারের শপথগ্রহণ পর্বও সম্পন্ন হয়ে যাবে। কারণ, ১৬ মে লোকসভা ভোটের ফলপ্রকাশের ১ সপ্তাহের মধ্যে সরকার গঠিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করেছে বিজেপি। আগামী ১৭ জানুয়ারি সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠকে রাহুল গান্ধীর নাম দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরতে পারে কংগ্রেস।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.