আমাদের কথা খুঁজে নিন

   

"অগ্নি" দর্শন ও পাগলদের আড্ডা" যেন শুধু আড্ডা বা কোন নিছক সিনেমা দেখাই না হয়, এটা হোক অশ্লীলতার বিরুদ্ধে স্লোগান

I am the master of my fate, I am the captain of my soul.


আশাকরি সবাই জেনে গেছেন ২০১৪ সালে বাংলা সিনেমার কালো অধ্যায় আবার নতুন করে রচিত হতে যাচ্ছে "দাবাং" নামক এক অশ্লীল সিনেমার মুক্তিতে।

এই ধরণের অশ্লীলতা আমাদের কাম্য নয়। এক কালো অধ্যায় আমরা পাড় করে এসেছি, আবারো ফিরে যেতে চাইনা সেই সময়ে।

সেই উদ্দেশ্যেই "জাজ মাল্টিমিডিয়া" র "অগ্নি" দেখার জন্যে সকলকে উৎসাহিত করতে আমরা অনেকে এক সাথে সিনেমা দেখার চেষ্টা করব। আর সাথে ভাল সিনেমা আদান প্রদান তো থাকছেই।



আগামি ১৫ই ফেব্রুয়ারি রোজ শনিবার বাদ লাঞ্চ আমরা যারযার বাড়িঘর, অফিস, গোপন আস্তানা ছেড়ে বলাকা সিনেমা হলে চলে যাব...কারন হচ্ছে ওইদিন আমরা বলাকার ৫ টা ৩০ মিনিটের বৈকালিক শোতে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি "অগ্নি" দর্শন করে আমাদের অন্তরের আগুন নির্বাপন করব।

আমাদের সাথে যোগ দিতে ইচ্ছুক পাগলরা এই ইভেন্টে দলে দলে যোগ দিয়ে অন্তরের আগুন নিভানোর উদ্দেশ্যে লাইনে দাঁড়ান। আই রিপিট যারা যারা সত্যিকার অর্থেই ওইদিন আমাদের সাথে যাওয়ার ইচ্ছা প্রশন করেন শুধুমাত্র তারাই গোইং এ ক্লিক করুন।

আর অতি অবশ্যই বিকেল ৫ টার মধ্যে বলাকায় চলে আসবেন। এবং সবচেয়ে দরকারি কথা হল যারা যেতে ইচ্ছুক তারা তাদের টিকেটের টাকা আমাদের কে বিকাশ করে নিবেন যাতে করে আমরা আগে গিয়ে টিকেট সংগ্রহ করতে পারি।


আর যারা সশরীরে এসে আমাদের সাথেই টিকিট কিনতে চান তাদেরও আমন্ত্রণ রইল।

এই সংক্রান্ত বিস্তারিত পোস্ট পরে দেয়া হবে। আর পাগলদের গাট্টি গাট্টি মুভি আদান-প্রদান তো থাকছেই... আনুমানিক চাদার হার ১০০টাকা (ইকোনোমিক টিকিট মুল্য)

//আর মূল কথা ""অগ্নি" দর্শন ও পাগলদের আড্ডা" যেন শুধুই আড্ডা অত্যহবা নিছক কোন সিনেমা দেখাই না হয়। এই ইভেন্ট হোক অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে এবং অপ্রকৃতস্থ সেন্সরবোর্ডের বিরুদ্ধে আমাদের স্লোগান, আমাদের প্রতিবাদ। আমরা ফিরে যেতে চাইনা আবার সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে।

যেই অন্ধকারাচ্ছন্ন সময়ের কারণে এখন পর্যন্ত বাংলা সিনেমা শিল্প এখনো মেরুদন্ড সোজা করে দাড়াতে পারে নি//

আমরা কারা?

মুভি নিয়ে করা আর দশটা কমিউনিটির মত মুভি পাগল একটি মুক্ত গ্রুপ। ভার্চুয়াল দুনিয়ায় মুভি নিয়ে আমাদের অনুভূতি গুলো আলোচনার পাশা পাশি আমাদের উদ্দ্যেশ্যঃ

১ সাধারণ দর্শক দের বাংলামুভির প্রতি আগ্রহ তৈরি করা ও সবাইকে নিয়ে সিনেমা হলে বাংলা মুভি দেখার ইভেন্ট এর আয়োজন করা।

২ মুভি মেকিং এর বিভিন্ন শাখার এম্যাচার ও সেমি প্রফেশনালদের একত্রিত করা ও একে অপর কে নিজের এক্সপার্টিস অনুযাই সাহায্য করা।

৩ ইংরেজি, হিন্দি ছাড়াও অন্যান্য ভাষার মুভি দেখার প্রতি সবাই কে উৎসাহ দেয়া।

৪ বাংলায় রিভিউ লিখার অভ্যস ছড়িয়ে দেয়া।

মুভি সমালোচক এবং সচেতন দর্শকদের একত্রিত করা

আমাদের পেইজঃআমরা ɯoʌıǝ পাগল বোইন qɹoʇɥǝɹ

ফেসবুক ইভেন্টঃ "অগ্নি দর্শন ও পাগলদের আড্ডা"

আশাকরি সুস্থ বাংলা সিনেমা দেখবেন, সবাইকে দেখতে উৎসাহিত করবেন। আর সাথে সাথে প্রতিবাদও করবেন অন্ধ সেন্সরবোর্ড কতৃক অশ্লীলতার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।