আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নি শপথ



অগ্নি শপথ ক্ষোভ আর ক্রোধের তিব্র মিশ্রনে তপ্ত দাবানল জ্বলে ওঠে কালো কালো মানুষের রক্তে। জল আর কাদা মাটি মৃৎশিল্পীর হাতে পায় হিংস্রতা; বাংলায় যখন নেমে আসে পৈচাশিক বর্বরতা। হিংস্র কালো কালো মানুষ পড়নে নেংটি। প্রতিশোধ নেবার শপথ দানা বাঁধে; গড়ে ওঠে প্রতিরোধ বনে জঙ্গলে নদী নালায় জঙ্গি কামানের মুখে অগ্নিঝরা মার্চে বজ্রকণ্ঠে হুংকার দাড়ায় রুখে। মৃত্যু পতাকা কাফনের কাপড় পতপত ওড়ে মুক্তিকামী বাঙ্গালীর অঙ্গে, এই বঙ্গে মরে পড়ে থাকে শকুনের লাশ। মুক্তিকামী চোখ রক্ত জবা নেংটি পড়া মানুষ গুড়িয়ে দেয় পিচাশের থাবা। আবারও ক্ষোভ বাঙ্গালীর মনে বাঁধবেই দানা নিশ্চিহ্ন হবে দোসরসহ রাজাকারের ঠিকানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।