আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান নিরাপত্তা প্রতিনিধি ঢাকায়

এশিয়া কাপে অংশ নিচ্ছে পাকিস্তান। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। সূচি চূড়ান্ত হওয়ায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখন আর কোনো সংশয় নেই। তারপরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখতে কর্নেল আজম নামে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠিয়েছে। গতকাল সকালে তিনি ঢাকায় এসেছেন। আগামীকাল টি-২০ বিশ্বকাপের নিরাপত্তাবিষয়ক সভায় অংশ নেবেন তিনি। গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ভেস্তে যেতে বসেছিল শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গ্যারান্টি দেওয়ায় ২৪ জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৫ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পাঁচ জাতির এশিয়া কাপ। ১৬ মার্চ শুরু হবে টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য বিসিবি অংশগ্রহণকারী সবকটি দেশকে নিরাপত্তা প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছে জানান ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, '২০ জানুয়ারি টি-২০ বিশ্বকাপের নিরাপত্তা সংক্রান্ত একটি সভা রয়েছে। সেই সভায় অংশ নিতেই পাকিস্তানি প্রতিনিধি এসেছেন। অন্য দেশের প্রতিনিধিরাও আসবেন।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.