আমাদের কথা খুঁজে নিন

   

সংকটের ভাগাভাগি

সবাইকে তুষ্ট রাখা খুব কঠিন কাজ। একজনকে এটা দিলে আরেকজন বলে উঠে, ওকে ভালোটা দিলেন আর আমাকে দিলেন পচাটা? মন খারাপ। মুখ বেজার। আরেকজন যেটা পায় সেটা সবসময়ই রসগোল্লা। আর নিজে যেটা পায় সেটা 'তেমন কিছু না'।

অবশ্য যারা কিছুই পায় না তাদের দশা আরেক ধাপ খারাপ। ধুর, কিছুই পাইলাম না, কী আছে জীবনে- এমন হতাশায় ডুবে যাওয়া ছাড়া আর কী করার থাকে। আগে যারা পদে ছিলেন তাদের সরিয়ে দিলে তো কথাই নেই। তাই ভাগাভাগির কাজটা নিয়ে সবসময়ই সংকট তৈরি হয়। এই সংকট মোকাবিলা যেভাবেই করুন না কেন ভাগে 'ভালোটা' না পড়লেই কাহিনী ঘোলাটে হয়ে যায়।

সম বণ্টনের কথা বলা হলেও তলে তলে বেশির ভাগ মানুষই ভাগে বেশি চায়। আর বেশি চাওয়ার কোনো সীমা নেই। কিন্তু সংকটের সমাধানের জন্য ডাক দিলে ভাগে বেশি নিতে চাওয়ার বড় অংশই হাওয়া হয়ে যায়। এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। তাই এখন ভাগে কম পড়ল না বেশি পড়ল সেদিকে মন না দিয়ে সংকট ভাগাভাগি করার দিকে মন দেওয়া যেতে পারে।

আর বিপদেই তো বন্ধুর পরিচয় পাওয়া যায়। সংকটের ভাগ না নিয়ে 'পদ' ও 'পদবি' নিয়ে টানাটানি করে নতুন সংকট বেধে যেতে পারে। সেটাই চিন্তার বিষয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।